• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্রীলঙ্কায় অষ্টম বোমা হামলা, নিহত বেড়ে ২০৭

জরুরি অবস্থা জারিসহ বন্ধ করা হয়েছে সকল সামাজিক যোগাযোগ মাধ্যম

  আন্তর্জাতিক ডেস্ক

২১ এপ্রিল ২০১৯, ১৭:৪৭
শ্রীলংকায় সিরিজ বোমা হামলায়
শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় মোট ২০৭ জন নিহত। (ছবি : সংগৃহীত)

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আটটি সিরিজ বোমা হামলায় মোট ২০৭ জন নিহত হয়েছে, আহত হয়েছে সাড়ে চার শতাধিকেরও বেশি। অষ্টম বোমা হামলা ঘটানো হয় গুরুগোদাওয়াত্তায়। এই হামলায় আরও দুই জন নিহত হয়েছে বলে জানানো হয়েছে। ‘এএফপি’

এই ঘটনায় কলম্বোর গির্জা, রেলস্টেশন, বিমানবন্দরসহ সকল গুরুত্বপূর্ণ স্থানে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। নিরাপত্তার স্বার্থে পুরো দেশে আজকের রাতের জন্য ( সন্ধ্যা ৬টা-সকাল ৬টা পর্যন্ত) জরুরি অবস্থা জারিসহ সকল ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। ‘আল-জাজিরা’

এই হামলায় ৩৫ জন বিদেশি নাগরিক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনাও ঘটনার তীব্র নিন্দা করেন। ঘটনার তীব্র নিন্দা করে দেশের মানুষের পাশে থাকার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। এক টুইটে তিনি বলেন, এ জাতীয় হামলা একেবারেই কাপুরুষোচিত। দেশের প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধ থাকতে ও দৃঢ় মনের পরিচয় দিতে অনুরোধ জানান তিনি।

ওড/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড