ক্রীড়া ডেস্ক
থাইল্যান্ডকে উড়িয়ে এশিয়ান গেমস বাছাই হকির ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। শনিবার (১৪ মে) ব্যাংককে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়েছে লাল-সবুজের জার্সিধারীরা।
যদিও ম্যাচে শুরুটা যথেষ্ট বাজে ছিল বাংলাদেশ দলের। দশম মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়ে তারা। স্বাগতিক দলের চানাচলের গোলে হতাশা ছড়িয়ে পড়ে বাংলাদেশ শিবিরে। তবে ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি লাল-সবুজ জার্সিধারীরা। ২২ মিনিটে রোমান সরকার ফিল্ড গোল করে সমতা আনেন। দ্বিতীয় কোয়ার্টারেই বাংলাদেশ ব্যবধান এগিয়ে নিযে যায়। ২৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই আবার গোল করেন আশরাফুল। এবারও পেনাল্টি কর্নার থেকে। ৩৫ মিনিটে আশরাফুলের গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। ৪৭ মিনিটে রাকিবুলের ফিল্ড গোল নিশ্চিত করে ৪-১ ব্যবধানের বড় জয়।
আগামীকাল ওমানের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে যথেষ্ট শক্তিশালী দল ওমান। বোঝাই যাচ্ছে লড়াইটা হবে সাপে-নেউলে।
ওডি/জেআই
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড