ক্রীড়া ডেস্ক
মালদ্বীপের মাটিতে নতুন ইতিহাস রচনা করল বাংলাদেশ। সাউথ এশিয়ান জুনিয়র এন্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
মঙ্গলবার (১০ মে) টুর্নামেন্টের ফাইনালে হৃদয়, রামহিম ও নাফিজের বাংলাদেশকে ৩-২ সেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে। অনূর্ধ্ব ১৯ ক্যাটাগরিতে দলগত ইভেন্টে এই সাফল্য পেয়েছেন তারা।
জানা যায়, হৃদয় ও রামহিম প্রতিপক্ষকে কাবু করলেও হেরে যান নাফিজ। ম্যাচে বাংলাদেশ ২-১ এ এগিয়ে ছিল। এরপর বোর্ডে নামেন রামহিম। কিন্তু রামহিমকে হারিয়ে ২-২ সমতায় আনে শ্রীলঙ্কা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল তখন শেষ অঙ্কে। হৃদয়কে ঘিরে সব আশা ভরসা ছিল। হৃদয় শেষমেশ দেশবাসীকে হতাশ করেননি।
এসময় উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শেখ আবুল কালাম আজাদ এবং বাংলাদেশি প্রবাসীরা।
ওডি/জেআই
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড