• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবারও সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলল ভারত

  ক্রীড়া ডেস্ক

২২ মার্চ ২০১৯, ২১:১৭
ভারত
সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা উল্লাসে ভারতের মেয়েরা (ছবি : সংগৃহীত)

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে বরাবরের মতো এবারেও শিরোপা ঘরে তুলল ভারত। এ নিয়ে মোট ৫ বার অনুষ্ঠেয় প্রতিযোগিতাটির প্রতিবারই চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও গড়ল দেশটি। অন্যদিকে সবমিলিয়ে ৪ বার রানার্স আপ হওয়ার হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে নেপালকে।

আজ শুক্রবার নেপালের বিরাটনগরের শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচের শুরুর দিকে ভারতকে পাত্তাই দেয়নি নেপালের মেয়েরা। তবে ২৬ মিনিটে লিড পেয়ে যায় ভারত। ডি বক্সের অনেক বাইরে দিয়ে জোরালো ফ্রি কিক থেকে গোল করেন দালিমা চিব্বা।

গোল পরিশোধ করতে মরিয়া নেপাল সমতায় ফেরে এর ৭ মিনিট পরেই। রক্ষণভাগ থেকে পাওয়া বল ভারতীয় ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে হেডে বল জালে জড়ান সাবিত্রা।

প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ৬৩তম মিনিটে মাঝমাঠ আক্রমণে গিয়ে সান্ধিনা রঙ্গানাথানের পাস থেকে ভারতকে এগিয়ে দেন গ্রেসি দেংমাই।

৭৮তম মিনিটে জোরালো শটে গোল করে ভারতের জয় অনেকটাই নিশ্চিত করেন আঞ্জু তামাং। পরে শত চেষ্টা করেও নেপাল গোল পরিশোধ করতে না পারলে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারতের মেয়েরা।

কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড