• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুয়েতের বিপক্ষে হারল বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

২৭ অক্টোবর ২০২১, ১৮:৪৬
বাংলাদেশ অনূর্ধ-২৩ ও কুয়েত অনূর্ধ-২৩ দল
বাংলাদেশ অনূর্ধ-২৩ ও কুয়েত অনূর্ধ-২৩ দল। (ছবি: সংগৃহীত)

বাংলাদেশ অনূর্ধ-২৩ ফুটবল দল উজবেকিস্তানে এএফসি অনূর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে কুয়েতের বিরুদ্ধে খেলেছে। বাদশা-রহমতরা জয় এনে দিতে পারেননি দেশকে।

এএফসি অনূর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে মারুফুল হকের বাংলাদেশের যাত্রার শুরুটা সুখকর হয়নি। কুয়েতের বিপক্ষে ০-১ গোলে হেরেছে বাংলাদেশ। গ্রুপের অন্য ম্যাচে স্বাগতিক উজবেকিস্তান ২-২ গোলে ড্র করেছে সৌদি আরবের সঙ্গে। টুর্নামেন্টে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৩০ অক্টোবর স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে।

কুয়েত ম্যাচের একমাত্র গোলটি করে ১৯ মিনিটে। নিজেদের অর্ধ থেকে একটি লম্বা বল বাংলাদেশের বক্সের সামনে ফেলে কুয়েত। বাংলাদেশের গোলরক্ষক পাপ্পু পোস্ট ছেড়ে বক্সের সামনে চলে আসেন বল ধরতে। আগুয়ান গোলরক্ষক বল ধরার আগেই কুয়েতের ফরোয়ার্ড বলের নিয়ন্ত্রণ নিয়ে বল জালে পাঠান।

গোল হজমের মিনিট খানেক আগে বক্সের একটু সামনে ফ্রি কিক পেয়েছিল কুয়েত। সেই ফ্রি কিকে অধিনায়ক টুটুল হোসেন বাদশা লাফিয়ে হেড করতে উঠেছিলেন। রেফারি তাকে ফাউলের পাশাপাশি পেনাল্টির নির্দেশ দেন। ভিডিও স্পষ্টভাবে বোঝা যায়নি কেন রেফারি এমন সিদ্ধান্ত দিলেন।

ম্যাচে পিছিয়ে পড়ার পর বাংলাদেশ ভালোই খেলেছে। গোল পরিশোধের চেষ্টা করেছে ম্যাচের বাকি সময়। সিনিয়র জাতীয় দলের ফুটবলার রহমত, ইয়াসিনরা রক্ষণের পাশাপাশি আক্রমণেও যোগান দেয়ার চেষ্টা করেছেন। কয়েকটি ভালো আক্রমণ হলেও ফিনিশিং দুর্বলতায় ম্যাচে সমতা আনা হয়নি।

আরও পড়ুন : ‘কুৎসিত রূপ’ নিলো আমির-হরভজনের কথার যুদ্ধ

একটি কর্ণার থেকে জটলার মধ্যে কুয়েতের ডিফেন্ডারের বল হাতে লেগেছিল। বাংলাদেশের ফুটবলাররা হ্যান্ডবলের জোড়ালো আবেদন করলেও রেফারি গুরুত্ব দেননি। ফলে এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের প্রথম ম্যাচটায় ১-০ গোলে হেরেই মাঠ ছাড়ে কোচ মারুফুলের শিষ্যরা।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড