• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্রাজিল-আর্জেন্টিনাকে নেশন্স লিগে আমন্ত্রণ

  ক্রীড়া ডেস্ক

২৬ অক্টোবর ২০২১, ১৮:২৬
নেইমার জুনিয়র ও লিওনেল মেসি
নেইমার জুনিয়র ও লিওনেল মেসি। (ছবি: সংগৃহীত)

একদিকে দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। অন্যদিকে নিজেদের দল ভারির চেষ্টা চালাচ্ছে ইউরোপের ফুটবলের সর্বোচ্চ সংস্থা (উয়েফা)।

এবার ব্রাজিল ও আর্জেন্টিনাকে নিজেদের আয়োজিত নেশন্স লিগে খেলার আমন্ত্রণ জানিয়েছে তারা। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, উয়েফা সভাপতি আলেক্সন্ডার কেফেরিন শিগগিরই এই দুই দলকে নেশন্স লিগে খেলার ব্যাপারে প্রস্তাব দেবেন।

কেবল ব্রাজিল কিংবা আর্জেন্টিনাই নয়, অন্যান্য মহাদেশের দলগুলোকেও এই লিগে খেলার আমন্ত্রণ জানাবে উয়েফা। এই টুর্নামেন্টকে বৈশ্বিক রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

আরও পড়ুন : বর্ণবাদ ইস্যুতে শঙ্কায় ডি ককের ক্যারিয়ার!

কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গুয়েজের সঙ্গে মিলিয়েই এমন ভাবনা এসেছে উয়েফার, মার্কা বলছে এমনটি। ইতোমধ্যেই কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-ইতালি ম্যাচের সময় চূড়ান্ত করেছে কনমেবল ও উয়েফা। আগামী বছরের জুনে হবে ম্যাচটি।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড