• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্রাম শেষে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

  ক্রীড়া ডেস্ক

১০ অক্টোবর ২০২১, ১৭:৪৫
কোচ অস্কার ব্রুজনের সাথে জামাল ভুঁইয়ারা
কোচ অস্কার ব্রুজনের সাথে জামাল ভুঁইয়ারা। (ছবি: সংগৃহীত)

সাত দিনে তিন ম্যাচ খেলার পর অবশেষে খানিকটা বিশ্রাম মিলেছে। ১৩ অক্টোবর সাফে নেপালের বিপক্ষে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামার আগে পাঁচ দিনের বিরতি পেয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। বিরতিতে সতেজ হওয়ার সুযোগ পেয়ে নেপালের বিপক্ষে জিতে ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন ফুটবলাররা।

এবারের সাফে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় ও ভারতের বিপক্ষে ড্রয়ের পর গত বৃহস্পতিবার মালদ্বীপের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ৭২ ঘণ্টার মধ্যে একেকটি ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়ারা। শ্রীলঙ্কা-ভারত ম্যাচ থেকে ৪ পয়েন্ট পাওয়ায় ক্লান্তি থাকার পরও মালদ্বীপ ম্যাচের আগে মানসিকভাবে বেশ চাঙাই ছিলেন বাংলাদেশের ফুটবলাররা।

তবে মালদ্বীপ ম্যাচে হারের ‘তিক্ত’ অভিজ্ঞতায় ফাইনাল খেলার রাস্তাটা কঠিন হয়ে গেছে অস্কার ব্রুজোনের দলের সামনে। ১৬ বছর পর সাফের ফাইনাল নিশ্চিত করতে এখন ১৩ অক্টোবর নেপালের বিপক্ষে জয় পেতেই হবে বাংলাদেশকে। মালদ্বীপ ম্যাচের পর টানা দুই দিন বিশ্রাম পাওয়ায় নেপাল ম্যাচে সতীর্থরা সর্বোচ্চটা দিতে পারবেন বলে মনে করেন বাংলাদেশ দলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।

তিন ম্যাচেই সাইড বেঞ্চে বসে থাকা এই গোলরক্ষক বলেছেন, ‘আমাদের সামনে ভালো একটা সুযোগ আছে, নেপালকে হারাতে পারলে ফাইনালে ওঠা সম্ভব। এবারের সাফে অনেক বেশি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এ কারণেই চার দলের সমান সুযোগ আছে। নেপাল ম্যাচের আগে বাংলাদেশের খেলোয়াড়েরা সবাই এখন চনমনে।’

কার্ড জটিলতায় শেষ ম্যাচে ভারত ম্যাচের গোলদাতা ইয়াসিন আরাফাতকে পাচ্ছেন না বাংলাদেশ কোচ অস্কার ব্রুজোন। তবে আছে ভালো খবরও। নেপালের বিপক্ষে মাঠে পাওয়া যাবে বাংলাদেশের আক্রমণভাগের অন্যতম সেরা খেলোয়াড় রাকিব হোসেন ও ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে। অভিজ্ঞ দুই ফুটবলার ফেরায় ইয়াসিনের অভাবটা দলকে খুব বেশি ভোগাবে না বলে মনে করেন রানা।

তিনি বললেন, ‘ইয়াসিন আরাফাত না থাকায় বড় কোনো প্রভাব পড়বে না। আমাদের দলের সবার শুরুর একাদশে খেলার সামর্থ্য আছে। রাকিব আর বিশ্বনাথ ফিরছে। সবাই যদি নিজেদের সেরাটা দিতে পারি, অবশ্যই নেপালের সঙ্গে জিততে পারবো।’

আরও পড়ুন : রিয়ালের শাস্তির দাবি পিএসজির

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েও এখনো মাঠে নামা হয়নি মো. হৃদয়ের। খেলতে না পারলেও আবাহনীর এই ডিফেন্সিভ মিডফিল্ডারের চোখে ফাইনাল খেলার স্বপ্নই খেলছে, ‘খেলতে না পারলেও সাফের মতো বড় একটা টুর্নামেন্টে সুযোগ পেয়েই আমি গর্বিত। আমাদের সবারই প্রত্যাশা নেপাল ম্যাচ জিতে ফাইনালে যাওয়া।’

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড