• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুয়ারেজ-এমবাপের পার্থক্য বোঝালেন মেসি

  ক্রীড়া ডেস্ক

০৯ অক্টোবর ২০২১, ১৭:৫৩
লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও কিলিয়ান এমবাপে
লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও কিলিয়ান এমবাপে। (ছবি: সংগৃহীত)

বার্সেলোনায় সোনালি সময় পার করেছেন লিওনেল মেসি-নেইমার-লুইস সুয়ারেজ জুটি, যার নাম দেওয়া হয়েছিল ‘এমএসএন’। সময়ের পরিক্রমায় সেসব এখন শুধুই অতীত। মেসি বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়ার পর এবার নতুন জুটি গড়েছেন নেইমার আর কিলিয়ান এমবাপের সঙ্গে। এই জুটির নাম দেওয়া হয়েছে ‘এমএসএম’।

বার্সায় মেসি-নেইমার-সুয়ারেজের মধ্যে দুর্দান্ত রসায়ন গড়ে উঠেছিল। এমবাপ্পেকে সঙ্গে নিয়ে পিএসজিতে সেটা এখনো সেভাবে জমে ওঠেনি। মেসি নিজেও দুটোর মাঝে ভিন্নতা দেখছেন। ফ্রান্স ফুটবলে মেসির সাক্ষাৎকারে সেরকমই উঠে এসেছে।

দুই জুটির মধ্যে পার্থক্যটা কোথায় এমন প্রশ্নে মজার ছলেই মেসি উত্তর দিলেন, ‘প্রথমত, বয়স (হাসি) ! নেইমারের সঙ্গে যখন খেলা শুরু করেছিলাম, তখন বয়স আরও কম ছিল আমাদের। আর আজ আমাদের মধ্যে সবচেয়ে তরুণ হচ্ছে কিলিয়ান।’

পিএসজিতে নতুন জুটিতে শুধু একটি পরিবর্তন এসেছে। সুয়ারেজের জায়গাটা দখল করেছেন ফরাসি তারকা এমবাপে। দুজনের মাঝে পার্থক্যটা মেসি তুলে ধরলেন এভাবে, ‘লুইস (সুয়ারেজ) আর কিলিয়ান (এমবাপে) পুরোপুরি ভিন্ন ধরনের খেলোয়াড়। লুইস একেবারে নিখুঁত নাম্বার নাইন, একজন সেন্টার ফরোয়ার্ড, যে কি না বক্সে সবচেয়ে বেশি ভয়ংকর, অনেক গোল করতে পারে।’

আরও পড়ুন : নিউক্যাসলকে ঘিরে সমর্থকদের নতুন স্বপ্ন

বর্তমান সতীর্থ এমবাপের ব্যাপারে মেসি বললেন, ‘কিলিয়ান বেশি সময় বল পায়ে রাখতে পছন্দ করে। ও অনেক শক্তিশালী এবং ভয়ংকর গতির একজন খেলোয়াড়। আপনি একটু জায়গা ছেড়ে দিলেন, ও আপনাকে খুন করে ফেলতে পারে! কিলিয়ানও অনেক অনেক গোল করতে পারে। দুজনই অসাধারণ খেলোয়াড়, তবে দুজনের দক্ষতা ভিন্ন।’

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড