• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আপনাদের ধারণা নেই বার্সা কত বড় ক্লাব : ডিপায়

  ক্রীড়া ডেস্ক

০৬ অক্টোবর ২০২১, ১৫:০২
মেম্ফিস ডিপায়
মেম্ফিস ডিপায়। (ছবি: সংগৃহীত)

ফরাসি ক্লাব অলিম্পিক লিঁও থেকে মৌসুমের শুরুতে বার্সেলোনায় যোগ দেন মেম্ফিস ডিপায়। এই ডাচ ফরোয়ার্ডের সঙ্গে লিওনেল মেসি ও আরেক নতুন রিক্রুট সার্জিও আগুয়েরোর আক্রমণভাগকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেন বার্সা সমর্থকেরা। তবে খেলা মাঠে গড়ানোর আগে ভেঙ্গে যায় সে স্বপ্ন।

লা লিগার বাধ্যবাধকতার কারণে মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেনি বার্সেলোনা। তিনি চলে গেছেন প্যারিসে। আর আগুয়েরো মাঠে নামার আগেই পড়েছেন দীর্ঘ ইনজুরিতে। এর প্রতিফলন দেখা যাচ্ছে বার্সেলোনার খেলায়। মৌসুমে ৯ ম্যাচে মাত্র তিনটিতে জিতেছে কাতালানরা। লিগে আছে নয় নম্বরে। আর চ্যাম্পিয়নস লিগে দুই ম্যাচে ছয় গোল হজম করে আছে গ্রুপের তলানিতে

সবমিলিয়ে বিপর্যস্ত অবস্থায় আছে বার্সেলোনা। এরপরও লিঁও থেকে বার্সায় যোগ দেয়া নিয়ে কোনো আফসোস নেই বলে জানালেন ডিপায়। ইএসপিএন নেদারল্যান্ডস এক সাক্ষাৎকারে তার কাছে জানতে চায় যে বার্সেলোনায় যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়ে এখন কোনো আক্ষেপ আছে কিনা?

জবাবে ডিপায় বলেন, ‘এমন প্রশ্ন কেনো উঠলো সেটা বুঝতে পারলাম না? এটা বার্সেলোনা! আমার মনে হয় আপনাদের ধারণা নেই এটা কত বড় ক্লাব ও এখানে খেলতে পারাটা একজন ফুটবলারের কাছে কতটা গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমি কখনই আফসোস করব না। ফল যেমনই হোক আমি এখানে খুব ভালো আছি।’

ডিপায় অবশ্য স্বীকার করে নেন যে দল খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে ঘুরে দাঁড়ানোর বিষয়ে আশাবাদী এই ফরোয়ার্ড। তিনি বলেন, ‘কঠিন সময় যাচ্ছে সন্দেহ নেই। সেটা নিয়ে বেশি কিছু বলার নেই। কিন্তু সবার আচরণ দেখে মনে হচ্ছে মৌসুম শেষ।’

আরও পড়েন

মাত্র নয় ম্যাচ পর মৌসুমকে ব্যর্থ বলতে রাজি নন ডিপায়। দলের সদস্যরা দায়িত্ব নিলে এখান থেকে দল ঘুরে দাঁড়াতে পারবে বলে বিশ্বাস তার। ডিপায় বলেন, ‘এখনও অনেকগুলো ম্যাচ খেলা বাকি। সবগুলো সম্ভাবনাই টিকে আছে। খেলোয়াড় হিসেবে আমাদের দায়িত্ব নিতে হবে। বিষয়গুলো বুঝতে হবে। বার্সার সব খেলোয়াড় ভরসা করার মতো। বার্সেলোনার মতো একটা ক্লাবের জন্য এটা স্বাভাবিক ব্যাপার।’

আরও পড়ুন : ফেসবুকেও মেসির চেয়ে এগিয়ে রোনালদো

আপাতত আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে আছে বার্সেলোনা। ১৮ অক্টোবর লা লিগায় ভালেনসিয়ার মুখোমুখি হচ্ছে তারা। আর দুই দিন পর চ্যাম্পিয়নস লিগে তাদের প্রতিপক্ষ ডিনামো কিয়েভ।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড