• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেসবুকেও মেসির চেয়ে এগিয়ে রোনালদো

  ক্রীড়া ডেস্ক

০৬ অক্টোবর ২০২১, ১৪:৪৮
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। (ছবি: সংগৃহীত)

চলতি মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির জীবনে বেশ পরিবর্তন এসেছে। তবে আলাদা ভুবনেও চলছে রোনালদো-মেসির নানামুখী লড়াই। সামাজিক যোগাযোগমাধ্যমে অবশ্য মেসির চেয়ে এগিয়েই আছেন রোনালদো। ফেসবুকে অনুসারী সংখ্যার দিক থেকে প্রতিদ্বন্দ্বী মেসির চেয়ে বেশ এগিয়ে সিআর সেভেন।

রোনালদো-মেসি আগের ক্লাব বদলে আলাদা জায়গা খুঁজে নিয়েছেন। রোনালদো জুভেন্টাস ছেড়ে গেছেন পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। আর বার্সেলোনার ঘরের ছেলে মেসির নতুন ঠিকানা প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। দুজনের ক্লাব পরিবর্তনের প্রভাব পড়েছে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারী সংখ্যায়। তবে ফেসবুক, ইনস্টাগ্রাম দুই জায়গাতেই এগিয়ে রোনালদো।

রোনালদো অবশ্য শুধু মেসির চেয়ে এগিয়ে আছেন এমন নয়, ফুটবলারদের মধ্যেই রোনালদোর অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি। গতকাল পর্যন্ত পর্তুগিজ মহাতারকার অনুসারীর সংখ্যা ছিল ১৫০ মিলিয়ন। যেখানে মেসির অনুসারী সংখ্যা ১০৪ মিলিয়ন। তালিকার পরের নামটি মেসির পিএসজি সতীর্থ নেইমারের। ব্রাজিলিয়ান তারকা অনুসারী সংখ্যা ৮৭ মিলিয়ন।

আরও পড়ুন : বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট এক ঘণ্টায় শেষ

এই তালিকার পরের দুটি নাম অবশ্য বেশ অবাক করার মতো। অনেক দিন আগে ফুটবল ছাড়লেও চতুর্থ স্থানে থাকা ডেভিড বেকহামের অনুসারী ৮৭ মিলিয়ন। এরপর আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। এই ফুটবল জাদুকরের অনুসারী ৫৫ মিলিয়ন। ৪০.৮ মিলিয়ন অনুসারী নিয়ে তালিকার ছয়ে আছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজেমা। আর সাত নম্বরে আছে আরেক ব্রাজিলিয়ান কাকা। তাঁর অনুসারী ৪০.১ মিলিয়ন।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড