• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

এক চমক রেখে সাফের দল ঘোষণা

  ক্রীড়া ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৪
বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন
বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন। (ছবি: সংগৃহীত)

এলিটা কিংসলে থাকছেন না সেটা বিকেলেই নিশ্চিত হয়েছিল। ২৭ জনের প্রাথমিক তালিকা থেকে অন্য কোন তিনজন বাদ পড়বেন সেটাই ছিল দেখার। শেষ পর্যন্ত বাদ পড়া অন্য তিনজন মোহামেডানের ডিফেন্ডার আতিক, মুক্তিযোদ্ধার ডিফেন্ডার মেহেদী হাসান ও চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার মানিক মোল্লা।

দুপুর সাফ চ্যাম্পিয়নশিপের ২৩ জনের দল ঘোষণা করার কথা ছিল। মালদ্বীপ যাওয়ার আগে শেষ অনুশীলনের পর কোচ দল ঘোষণা করেছেন কোচ রাত পৌনে আটটার দিকে। নতুন কোচ অস্কার ব্রুজনের চমক আবাহনীর ডিফেন্সিভ মিডফিল্ডার মো. হৃদয়।

আরও পড়ুন : সাফে খেলার অনুমতি পাননি কিংসলে

অস্কার ব্রুজন ২৬ জনের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন। দলে সর্বশেষ যোগ হয়েছিলেন মো. রিদয়। সেই রিদয়ই চমক হয়ে টিকে গেছেন কোচের ২৩ জনের চূড়ান্ত দলে।

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল

গোলরক্ষক : আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো ও শহীদুল আলম সোহেল।

ডিফেন্ডার : বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, তপু বর্মন, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম ও টুটুল হোসেন বাদশা।

মিডফিল্ডার : জামাল ভূঁইয়া, সোহেল রানা, সাদ উদ্দিন, রাকিব হোসেন, আতিকুর রহমান ফাহাদ।

ফরোয়ার্ড : বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, মতিন মিয়া, জুয়েল রানা ও রিদয় খান।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড