• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

অস্কারের সাফ চ্যাম্পিয়নশিপ দলে কিংসলে

  ক্রীড়া ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৫
এলিটা কিংসলে
নতুন বাংলাদেশি এলিটা কিংসলে। (ছবি: সংগৃহীত)

জেমি ডে’কে অব্যাহতি দিয়ে নতুন কোচ হিসেবে স্পেনের অস্কার ব্রুজনের নাম ঘোষণা করেছিল বাফুফের ন্যাশনাল টিমস কমিটি। তবে বসুন্ধরা কিংসের প্রিমিয়ার লিগ ম্যাচ বাকি থাকায় অস্কার আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন ৫ দিন পর (বুধবার)।

বুধরার (২২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পাশাপাশি তিনি ঘোষণা করেছেন সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৬ জনের প্রাথমিক দল।

জেমির তালিকায় থাকা নতুন প্রবাসী ফুটবলারদের কাউকেই রাখেননি অস্কার ব্রুজন। তবে নতুন বাংলাদেশি এলিটা কিংসলেকে ২৬ জনে রেখেছেন অস্কার। বাফুফে শেষ মুহূর্ত পর্যন্ত ফিফা থেকে এলিটার খেলার ছাড়পত্র আনার চেষ্টা চালিয়ে যাবে।

যে ২৩ ফুটবলার নিয়ে কিরগিজস্তান গিয়েছিলেন জেমি ডে সেই দলের ৩ জন নেই অস্কার ব্রুজনের প্রাথমিক তালিকায়। দুই প্রবাসী ফুটবলার কানাডার রাহবার ওয়াহেদ খান ও ফ্রান্সের নায়েব তাহমিদ ইসলাম এবং তরুণ গোলরক্ষক মিতুল মার্মাকে বিবেচনায় আনেননি অস্কার। এমন কি ইল্যান্ড প্রবাসী জুলকারনাইনকেও প্রাথমিক তালিকায় রাখেননি নতুন কোচ।

আরও পড়ুন : বার্সার মতো পিএসজিতে মহারাজ নন মেসি

যে ৬ জন যোগ হয়েছেন তারা হলেন- গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা, ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা, মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ, মানিক মোল্লা, ফরোয়ার্ড জুয়েল রানা ও এলিটা কিংসলে।

অস্কারের সাফ ক্যাম্পে ডাক পেলেন যারা

গোলরক্ষক : আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো ও শহীদুল আলম সোহেল।

ডিফেন্ডার : বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, তপু বর্মন, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, মেহেদী হাসান, মোহাম্মদ আতিকুজ্জামান ও টুটুল হোসেন বাদশা।

মিডফিল্ডার : জামাল ভূঁইয়া, সোহেল রানা, সাদ উদ্দিন, রাকিব হোসেন, আতিকুর রহমান ফাহাদ ও মানিক মোল্লা।

ফরোয়ার্ড : বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, মতিন মিয়া, জুয়েল রানা ও এলিটা কিংসলে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড