• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

পেশাদার ফুটবলে বেকহাম পুত্রের অভিষেক

  ক্রীড়া ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৮
ডেভিড বেকহামের সাথে ছেলে রোমিও বেকহাম
ডেভিড বেকহামের সাথে ছেলে রোমিও বেকহাম। (ছবি: সংগৃহীত)

পেশাদার ফুটবলে নিজের ক্যারিয়ার শুরু করলেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ও ইংলিশ তারকা ডেভিড বেকহামের ছেলে রোমিও বেকহাম।

রবিবার (১৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) দল ইন্টার মিয়ামির রিজার্ভ দল লাওডার্ডালে এফসির হয়ে মাঠে নামেন তিনি। দলটির মালিকদের একজন তারই বাবা সাবেক ইংল্যান্ড অধিনায়ক ডেভিড বেকহাম।

চলতি মাসের শুরুতেই অবশ্য নিজের প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করেছেন বেকহাম পুত্র। বাবার মতোই রাইট উইংয়ে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন রোমিও। রবিবারের খেলায় অবশ্য নিজের প্রতিভার তেমন কোন ছাপ রাখতে পারেননি তিনি। ৭৯ মিনিট মাঠে থেকে মাত্র ১৯ বার বলে পা ছোঁয়াতে পেরেছেন জুনিয়র বেকহ্যাম। খেলা শেষ হওয়ার ১১ মিনিট আগে তাকে মাঠ থেকে তুলে নেন কোচ।

পুরো খেলায় একবারই সুযোগ এসেছিল রোমিওর সামনে। ৫৭ মিনিটে সতীর্থ হার্ভে নেভিলের সাথে দারুণ বোঝাপড়ায় প্রতিপক্ষ বিপদসীমায় ঢুকে পড়েন তিনি। আরেক সতীর্থকে নিঁখুত এক ক্রস বাড়িয়ে দিলেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন সেই খেলোয়াড়। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় রোমিওর দলকে।

আরও পড়ুন : কান্তের মতো একজনকে সব দলই চায় : টুখেল

ম্যাচের পর উচ্ছ্বসিত রোমিও নিজের ইন্সটাগ্রামে লিখেন, ‘পেশাদার ফুটবলে অভিষিক্ত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আমার সম্পূর্ণ মনোযোগ এখন পরবর্তী খেলায়।’

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড