• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

রোনালদো আসায় প্রচণ্ড নাখোশ কাভানি

  ক্রীড়া ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০২১, ২০:৩২
কাভানি ও রোনালদো
এডিনসন কাভানি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। (ছবি: সংগৃহীত)

সতীর্থ কখনও কখনও প্রতিদ্বন্দ্বী হয়ে যায়! এডিনসন কাভানির হয়েছে সেই অবস্থা। ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসায় সবচেয়ে বিপদে পড়েছেন কাভানিই। উরুগুইয়ান স্ট্রাইকারের তাই ভীষণ মন খারাপ।

রোনালদো আসার পর কোচ ওলে গানার শুলশারের কাছে কদর কমেছে কাভানির। সাবেক ইউনাইটেড তারকা দিমিতার বার্বাতোভ জানিয়েছেন, উরুগুইয়ান তারকা ব্যাপারটিতে একদমই খুশি নন।

‘টুটোস্পোর্ট’কে বের্বাতোভ বলেন, ‘কাভানি নাখোশ। ইউনাইটেডে তার প্রথম মৌসুমটা দারুণ ছিল। কিন্তু সে তার জায়গা হারিয়েছে, সঙ্গে ৭ নম্বর জার্সিও। আমার আশা, শুলশারের তার সঙ্গে আন্তরিক একটা আলোচনা হয়েছে।’

বুলগেরিয়ান এই সাবেক ফুটবল তারকা যোগ করেন, ‘কোচের কাজ হলো দল বাছাই করা। যখন তিনি কাউকে বাদ দিয়ে দেন, সেই খেলোয়াড়ের জন্য সেটা দুর্দর্শার।’

আরও পড়ুন : ভারতের কোচের প্রস্তাবে জয়াবর্ধনের না, কেন?

বার্বাতোভের ধারণা, রোনালদোকে ইউনাইটেডে আনা হয়েছে কেবল ভক্তদের খুশি করার জন্য। উপকারের চাইতে এতে সমস্যাই বেশি বেড়েছে, মনে করেন সাবেক এই ফুটবলার।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড