• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেসি-বার্সার বিচ্ছেদের কারণ এই তেবেজ

  ক্রীড়া ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০২১, ২০:৪১
মেসির সঙ্গে লা লিগার সভাপতি হাভিয়ের তেবেস
মেসির সঙ্গে লা লিগার সভাপতি হাভিয়ের তেবেস। (ছবি: সংগৃহীত)

কয়েকদিন আগেই মেসিকে হারানোর দায় বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষকে দিয়েছিলেন স্প্যানিশ লা লিগার সভাপতি হাভিয়ের তেবেস। এবার তাকে করা জবাব দিয়েছেন ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা।

২১ বছরের সম্পর্কের ইতি টেনে বার্সেলোনা ছেড়েছিলেন মেসি। মূলত লা লিগার বেধে দেওয়া অর্থনৈতিক অবকাঠামোগত কারণে তাকে ধরে রাখতে পারেনি বার্সা। তেবেসের কথার জবাবে লাপোর্তা বলেছেন, মেসির বার্সেলোনা ছেড়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় দায়টা লা লিগা সভাপতির।

লাপোর্তা বলেছেন, ‘তেবেস বলছে মেসিকে বার্সেলোনা রাখতে পারেনি। কিন্তু এর জন্য সবচেয়ে বড় দায়টা তারই। তার অতিরিক্ত উদ্যোগ ও ফেয়ার প্লের জন্যই মেসি বার্সায় থাকতে পারেনি। সে এখন নিজেকে সাধু প্রমাণ করতে চাইছে।’

বার্সেলোনার ব্যাপারে তার বিদ্বেষ আছে বলেই দাবি করেন লাপোর্তা, ‘তার এক ধরনের অসুস্থ ঘোর আছে কীভাবে বার্সেলোনা ও এর মূল্য কমানো যায়। সম্প্রীতি ও বোঝাপড়ার বদলে সে সবসময় দ্বন্দ্ব ও বিরোধ খুঁজে বেড়ায়। বার্সেলোনার সমর্থকরা ইতোমধ্যেই জেনে গেছে সে আসলে কী।’

লা লিগার ক্লাবগুলোকে নতুন এক প্রস্তাব দিয়েছিলেন হাভিয়ের তেবেস। সিবিসি নামে যুক্তরাষ্ট্রের এক কোম্পানির কাছে সত্ত্ব বিক্রি করার প্রস্তাব দিয়েছিলেন তিনি। যদিও ওই প্রস্তাবে রাজি হয়নি বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলো। সিবিসির প্রস্তাবকে তেবেসের ব্যক্তিগত প্রজেক্ট বলে মনে করেন লাপোর্তা।

আরও পড়ুন : খেলার মধ্যেই বল নিয়ে পালাচ্ছে কুকুর!

তিনি বলেছেন, ‘তেবেসকে ক্লাবের সত্ত্ব দিয়ে দেওয়া বা তার ব্যক্তিগত প্রজেক্ট বার্সেলোনা অনুসরণ করবে না। সে বার্সেলোনার স্বার্থ ব্যবহার করে টাকা আয় করতে চায় আর বার্সেলোনার টিভি সত্ত্ব ৫০ বছরের জন্য বন্ধক রাখতে চায়।’

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড