ক্রীড়া ডেস্ক
লা লিগায় ওসাসুনার বিপক্ষে হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে গোলশূন্য ড্র করেছে রামোসরা।
ওসাসুনার বিপক্ষে সেরা একাদশ নিয়েই মাঠে নেমেছিল রিয়াল। তবে ওসাসুনার শক্ত রক্ষণভাগের সামনে সব চেষ্টাই বৃথা যায় মাদ্রিদিস্তাদের। উল্টো ওসাসুনার আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয়েছে রামোসদের।
দ্বিতীয়ার্ধ্বের শেষদিকে এসে দুদলই দুটি ভালো সুযোগ পেয়েছিল, তবে গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়েন হ্যাজার্ড-বেনজেমারা।
এ ড্রয়ের ফলে স্প্যানিশ লিগে শীর্ষে উঠা হলো না রিয়ালের। ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তারা। অন্যদিকে, ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সা।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড