• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভাগ্যের জোরে রক্ষা পেল স্পেন

  ক্রীড়া ডেস্ক

১৫ নভেম্বর ২০২০, ০৯:১৭
সুইজারল্যান্ড-স্পেন
সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্পেন।

উয়েফা ন্যাশনস লিগে লিগ ‘এ’ এর চার নম্বর গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্পেন।

সেন্ট জ্যাকব স্টেডিয়ামে ম্যাচের ২৬ মিনিটে পেনাল্টি বক্সের ডান দিক দিয়ে ব্রিল এমবোলো কাট ব্যাক থেকে বল পেয়ে ডান পায়ের শটে বল জালে পাঠান ফ্রাউলার। বিরতির পর সমতায় ফেরার সুযোগ পায় স্পেন। ৫৭ মিনিটে পেনাল্টি পায় স্পেন। সার্জিও রামোসের নেওয়া স্পট কিক ডান দিকে ঝাঁপিয়ে ফিরিয়ে দেন দেন গোলরক্ষক ইয়ান সমের। ৭৯ মিনিটে বিপদে পড়ে সুইজারল্যান্ড। স্পেনের আলভারো মোরাতাকে ফাউল করেন নিকো এলভেদি। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। ৮৯ মিনিটে সমতায় ফেরে স্পেন। পেনাল্টি বক্সের ডান দিক দিয়ে সের্হিও রেগিলনের বাড়ানো জোড়ালো ক্রস জালে পাঠান জেরার্দ মোরেনো। এই ড্রয়ে পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। আর ৩ পয়েন্ট নিয়ে চারে রয়েছে সুইজারল্যান্ড।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড