• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বার্সা কিংবদন্তি জাভি করোনায় আক্রান্ত

  ক্রীড়া ডেস্ক

২৫ জুলাই ২০২০, ২২:৩৫
জাভি হার্নান্দেজ
ছবি : সংগৃহীত

বার্সেলোনা কিংবদন্তি, বিশ্বকাপ জয়ী স্পেন দলের ফুটবলার জাভি হার্নান্দেজ করোনা ভাইরাসে আক্রান্ত। তিনি নিজেই আজ মিডিয়াকে জানিয়েছেন এই তথ্য। তবে তার শরীরে কোনো উপসর্গ নেই।

জাভি বর্তমানে কাতারের আল সাদ ক্লাবের কোচ হিসেবে কর্মরত আছেন। বার্সা ছাড়ার পর আল সাদের ফুটবলার ছিলেন তিনি। এরপর এই ক্লাবেই কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তার বার্সা কোচ হিসেবে যোগ দেওয়ার গুঞ্জন উঠেছিল। যদিও জাভি জানিয়েছেন, তার ইচ্ছা আছে বার্সা কোচ হওয়ার, তবে এখনই নয়।

গত ৫ জুলাই আল সাদের সঙ্গে চুক্তি নবায়ন করেন জাভি। করোনা টেস্টের রেজাল্ট জানাতে গিয়ে জাভি বলেন, ‘আমি এখন সেলফ আইসোলেশনে রয়েছি।’

করোনাভাইরাসের কারণে এরই মধ্যে কাতার স্টার লিগ (কিউএসএল) বাতিল হয়ে গেছে। তবে তার দল আল সাদ বসে নেই। তারা প্রস্তুতি নিচ্ছে, করোনা পরবর্তী সময়ে ফুটবল ফেরার কারণে প্রথম মাঠে নামার। এরই মধ্যে করোনা পজিটিভ রিপোর্ট আসলো জাভির।

এক বিবৃতিতে জাভি বলেন, ‘আমি আজ আমার দলের সঙ্গে যোগ দিতে পারছি না। যেদিন করোনা পরবর্তী সময়ে আমার দল প্রথম মাঠে নামছে আজ। অথচ, আমিই থাকতে পারছি না। আমার পরিবর্তে হেড অব দ্য টেকনিক্যাল স্টাফ ডেভিড পার্টস প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।’

আরও পড়ুন : 'প্রকৃত শিক্ষিত হয়েই কুসংস্কারের বিরুদ্ধে যুক্তি দেয়া যায়'

‘কিউএসএল-এর প্রটোকল অনুসারে কয়েকদিন আগে আমি করোনা টেস্ট করতে দিয়েছিলাম। দেখা গেলো সেই টেস্টেই রিপোর্ট এসেছে পজিটিভ। তবে সৌভাগ্যক্রমে আমি ভালো বোধ করছি। যদিও পুরোপুরি ক্লিয়ার না হওয়া পর্যন্ত আইসোলেশনেই থাকবো আমি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড