• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আমার শেষ টি-টুয়েন্টি হবে চেন্নাইয়ে : ধোনি

  ক্রীড়া ডেস্ক

২১ নভেম্বর ২০২১, ১৬:৪৯
চেন্নাই ফ্র্যাঞ্চাইজির আয়োজিত অনুষ্ঠানে ধোনি
চেন্নাই ফ্র্যাঞ্চাইজির আয়োজিত অনুষ্ঠানে ধোনি। (ছবি: সংগৃহীত)

গত বছরের আগস্টে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে এখনও খেলে যাচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে। ধারণা করা হচ্ছিল, ২০২১ সালের আসরটিই হয়তো ছিল ৪০ বছর বয়সী ধোনির শেষ।

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক জানিয়েছেন, এখনও শেষ ম্যাচ খেলেননি তিনি। সেটি কবে খেলবেন তা-ও নিশ্চিত করেননি। তবে এক বছর পরে হোক কিংবা পাঁচ বছর পরে, শেষ ম্যাচটি চেন্নাইয়েই খেলবেন বলে ঠিক করে রেখেছেন তিনি। যেমনটা ভারতের মাটিতে শেষ ওয়ানডে খেলেছিলেন রাঁচিতে।

শনিবার চেন্নাই ফ্র্যাঞ্চাইজি কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে ধোনি বলেছেন, ‘আমি সবসময় পরিকল্পনা করেই ক্রিকেট খেলেছি। ঘরের মাঠে আমার শেষ ওয়ানডে ছিল রাঁচিতে। আশা করছি, আমার শেষ টি-টুয়েন্টি হবে চেন্নাইয়ে। সেটা হোক আগামী বছর কিংবা পাঁচ বছর পরে।’

আরও পড়ুন : একাই ১০ উইকেট নিলেন হোয়াইটহেড

২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাইয়ের অধিনায়কত্ব করছেন ধোনি। সবশেষ আসরের চ্যাম্পিয়নশিপসহ মোট চারবার চেন্নাইয়ের ঘরে শিরোপা তুলেছেন তিনি। শুধু চেন্নাই সুপার কিংস নয়, চেন্নাই শহরেরই ব্র্যান্ড হয়ে গেছেন ধোনি। এ কারণেই মূলত শেষ ম্যাচটি চেন্নাইয়েই খেলতে চান তিনি।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড