• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিতর্কিত মন্তব্যে ক্ষমা চাইলেন ওয়াকার

  ক্রীড়া ডেস্ক

২৭ অক্টোবর ২০২১, ১৮:৩১
ওয়াকার ইউনিস
ওয়াকার ইউনিস। (ছবি: সংগৃহীত)

ক্রিকেট খেলার বিশ্লেষণে ধর্মকে টেনে এনে তুমুল সমালোচিত হওয়ার পর ক্ষমা প্রার্থনা করলেন ওয়াকার ইউনিস। পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার বললেন, মুহূর্তের উত্তেজনায় ভুল করে অমনটি বলে ফেলেছিলেন তিনি।

রবিবার (২৪ অক্টোবর) টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটে হারায় পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তানের রান তাড়ায় এক পর্যায়ে বিরতির সময় ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে দেখা যায় মাঠেই নামাজ আদায় করতে। ভারতীয় ক্রিকেটাররা তখন ছিলেন তার আশেপাশেই।

রিজওয়ান ও বাবর আজমের রেকর্ড গড়া জুটিতে ম্যাচে কোনো উইকেট না হারিয়েই ভারতের ১৫১ রান টপকে যায় পাকিস্তান। ৫৫ বলে ৭৯ রানে অপরাজিত থাকেন রিজওয়ান, ৫২ বলে ৬৮ রানে বাবর।

ম্যাচের পর পাকিস্তানের এআরওয়াই নিউজ চ্যানেলে আরেক সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারের সঙ্গে বিশ্লেষণ করেন ওয়াকার। সেখানে রিজওয়ানের ব্যাটিং নিয়ে বলতে গিয়ে ওয়াকার এক পর্যায়ে বলেন, ‘সবচেয়ে ভালো ব্যাপার যা রিজওয়ান করেছে, সে মাঠে নামাজ পড়েছে, হিন্দুদের সামনে দাঁড়িয়ে, সেটা ছিল সত্যিই খুব খুব স্পেশাল কিছু।’

তার এই মন্তব্য আলোচনা-সমালোচনার ঝড় তোলে ক্রিকেট বিশ্বে। ওয়াকারের মতো একজনের এমন মন্তব্যে বিস্ময়ও প্রকাশ করেন ক্রিকেট জগতের অনেকের।

ধারাভাষ্যকার হার্শা ভোগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের হতাশার কথা জানিয়ে শেষে লেখেন, ‘খেলাটির দূত হিসেবে ক্রিকেটাররা আরেকটু দায়িত্বশীল আচরণ করবে বলেই ধারণা করি। আমি নিশ্চিত, ওয়াকার ক্ষমা চাইবে। ধর্মের ভিত্তিতে আলাদা করা নয়, ক্রিকেটবিশ্বকে একতাবদ্ধ করতে হবে আমাদের।’

আরও পড়ুন : প্রতিশোধের জয় নিরাপত্তারক্ষীদের উৎসর্গ করলেন হাফিজ

অবশেষে গতকাল টুইটারে নিজের ভুল স্বীকার করে ওই মন্তব্যের জন্য ক্ষমা চান ওয়াকার।

তিনি লেখেন, ‘মুহূর্তের উত্তেজনায় আমি এমন কিছু একটা বলেছিলাম, যা অনেকের অনুভূতিকে আহত করেছে। আমার উদ্দেশ্য তা ছিল না। এটির জন্য আমি ক্ষমা চাইছি। মোটেও এটি ইচ্ছাকৃত ছিল না, সত্যিকারের ভুল ছিল। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাইকে একতাবদ্ধ করে খেলাধুলা।’

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড