• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কেন লাইভ অনুষ্ঠান থেকে বেরিয়ে গেলেন শোয়েব?

  ক্রীড়া ডেস্ক

২৭ অক্টোবর ২০২১, ১৭:৩০
শোয়েব আখতার
শোয়েব আখতার। (ছবি: সংগৃহীত)

নিত্য নতুন ঘটনা ঘটিয়ে সংবাদের শিরোনামে পরিণত হওয়া যেন শোয়েব আখতারের অভ্যাসে পরিণত হয়েছে। এবার নিজ দেশের এক টিভি অনুষ্ঠানে গিয়ে ভাইরাল বনে গিয়েছেন পাকিস্তানি গতিতারকা।

পাকিস্তানের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল পিটিভিতে চলছিল আয়োজিত টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে আয়োজিত লাইভ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে জনপ্রিয় উপস্থাপক ডক্টর নোমান নিয়াজের সঙ্গে কথা কাটাকাটি হয় শোয়েবের। যে কারণে মাঝপথেই অনুষ্ঠান ছেড়ে চলে যান পাকিস্তানি কিংবদন্তি পেসার।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হলে পাকিস্তানি পেসার দ্রুতই টুইটারে সেটার ব্যাখ্যা দিয়েছেন, ‘ভাইরাল হওয়া ভিডিওগুলো নিয়ে আমার কিছু বলা উচিত। ডক্টর নোমান অসুস্থ মস্তিষ্কের মানুষ। আমার সঙ্গে খারাপ ব্যবহার করে অনুষ্ঠান থেকে বেরিয়ে যেতে বলেছিলেন।’

পাকিস্তানি সাবেক পেসার আরও বলেছেন, ‘অনুষ্ঠানে স্যার ভিভিয়ান রিচার্ডস ও ডেভিড গাওয়ারের মতো কিংবদন্তিরা তো ছিলেনই, সঙ্গে আমার সমসাময়িকেরাও ছিল। আর এই অনুষ্ঠান লাখ লাখ মানুষ দেখছিলেন। সেখানে এমন আচরণ সত্যিই লজ্জাজনক।’

ডক্টর নোমান সম্পর্কে পাকিস্তানি পেসার আরও যোগ করেছেন, ‘অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অবমাননাকর পরিস্থিতি থেকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। ভেবেছিলাম তিনি (নোমান) ক্ষমা চাইবেন। কিন্তু তিনি তা করলেন না। বেরিয়ে আসা ছাড়া আমার আর করার কিছু ছিল না।’

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড