• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্যর্থ রিভার্স প্যাডল সুইপে আউট মুশফিক

  ক্রীড়া ডেস্ক

২৭ অক্টোবর ২০২১, ১৬:২১
বাংলাদেশ-ইংল্যান্ড
বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ। (ছবি: সংগৃহীত)

ড্রিংকস বিরতির পরই ইয়াম লিভিংস্টোনকে এনেছেন ইয়ন মরগান। মুশফিকুর রহিম রিভার্স প্যাডল সুইপ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। আম্পায়ার নিতিন মেনন অবশ্য শুরুতে ইংল্যান্ডের আবেদনে সাড়া দেননি। তবে রিভিউ সফল হয়েছে ইংল্যান্ডের।

লেগস্টাম্পের ভেতরের লাইনে পড়া বলটা গিয়ে আঘাত করত অফ-মিডল স্টাম্পে, দেখিয়েছে বল ট্র্যাকিং। ৬৩ রানে চতুর্থ উইকেট হারিয়েছে বাংলাদেশ। মুশফিক করেছেন ৩০ বলে ২৯ রান।

শুরু থেকে গুডলেংথ, শর্ট অব আ গুডলেংথে বোলিং করে যাচ্ছেন ক্রিস ওকস। এমন ডেলিভারি, সঙ্গে আদিল রশিদের দারুণ এক ক্যাচে ফিরতে হলো সাকিবকে।

ঘুরিয়ে খেলতে গিয়ে ওপরে তুলেছিলেন সাকিব, বৃত্তের ওপর থেকে পেছন দিকে ছুটে শেষ মুহুর্তে ঝাঁপিয়ে ক্যাচ নিয়েছেন রশিদ। বাংলাদেশ ২৬ রানে হারিয়েছে তৃতীয় উইকেট। পাওয়ার প্লেতে ২৭ রান তুলেছে বাংলাদেশ।

এর আগে প্রথম ওভারে ২টি চার মেরেছিলেন লিটন, তবে সেগুলো ঠিক ছন্দে ফেরাতে পারেনি তাকে। মঈনের পরের ওভারে জায়গা বানিয়ে স্লগ সুইপ করতে গিয়ে টপ-এজড হয়েছেন লিটন, স্কয়ার ক্যাচ নিতে ভুল হয়নি লিয়াম লিভিংস্টোনের।

১৪ রানে বাংলাদেশ হারিয়েছে প্রথম উইকেট, লিটন ফিরেছেন ৭ বলে ৯ রান করেই। ঠিক পরের বলেই মিড-অনে ধরা পড়েছেন নাঈম। ১৪ রানেই দ্বিতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ, নাঈম ৫ রান করেছেন ৭ বল খেলে। ক্রিজে এসে হ্যাটট্রিক বলটি ডিফেন্ড করেছেন মুশফিক।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড