• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

হার্দিককে অলরাউন্ডার হিসেবেই নেওয়া উচিত : লি

  ক্রীড়া ডেস্ক

২৭ অক্টোবর ২০২১, ১৫:২৩
হার্দিক পান্ডিয়া
হার্দিক পান্ডিয়া। (ছবি: সংগৃহীত)

চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপের শুরুতেই হোঁচট খেয়েছে স্বাগতিক ভারত। শক্তিমত্তার বিচারে তিন বিভাগেই বেশ শক্তিশালী বিরাট কোহলির দল। তবে সামর্থ্যের পুরোটা কাজে লাগালেই তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে মনে করেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি।

পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভারত একটি শক্তিশালী দল এবং হার্দিক পান্ডিয়ার বোলিং নিয়েই তারা শক্তিশালী যদি সে ফিট থাকে। সে ফিট না থাকলে বিকল্প রয়েছে কিন্তু আমার মতে তাকে দলে নিলে একজন অলরাউন্ডার হিসেবেই নেওয়া উচিত।’

তাকে বল করানোর উপর জোর দিয়ে এই অজি পেসার বলেন, ‘তাকে বল করতে হবে, তার দারুণ কিছু স্কিল আছে। সে ডেথ ওভারে ভালো বল করে, ইয়র্কার করতে পারে, ভালো বাউন্সার দেয় এবং বলের গতি পরিবর্তনেও সক্ষম। সে এমনই একজন খেলোয়াড় যে দলে বাড়তি কিছু যোগ করে।’

নিজের ক্যারিয়ারে ব্যাটসম্যানদের জন্য ছিলেন মূর্তিমান আতংক। গতির ঝড় তুলে আদায় করে নিতেন উইকেট। গতির অভাব তাই ভালোই বুঝতে পারেন। ভুবনেশ্বর কুমারের বোলিংয়ে যে গতি আগের চেয়ে কিছুটা কমেছে তাও নজর এড়ায়নি তার।

তিনি বলেন, ‘দেখুন তার দুইদিকেই বল সুইং করানোর দারুণ দক্ষতা রয়েছে। বর্তমানে খুব বেশি বোলার এমনটা পারে না। তবে এমন উইকেটে কার্যকর হতে তাকে ১৪০ এর কাছাকাছি গতিতে বল করতে হবে। আমার মতে তার জোরে বল করতে হবে ও বৈচিত্র্য ব্যবহার করতে হবে।’

আরও পড়ুন : ‘কুৎসিত রূপ’ নিলো আমির-হরভজনের কথার যুদ্ধ

পাকিস্তানের বিপক্ষে ভুবনেশ্বরের বোলিং নিয়ে লি বলেন, ‘সে সম্ভবত ভিন্ন কিছু চেষ্টা করছিল। সে সবচেয়ে কার্যকর যখন সে গুড লেন্থে হাঁটু উচ্চতায় বল করে যেগুলো তাকে এলবিডব্লিউ অথবা কট বিহাইন্ড এনে দেয়।’

শারজাহের উইকেটের চরিত্রও নজরে পড়েছে তার। উইকেট নিয়ে তিনি বলেন, ‘শারজাহতে কিছুটা পিছে বল করাটা ভালো কারণ এখানে তেমন একটা বাউন্স নেই। এমনভাবে বল করতে হবে যেন তা স্ট্যাম্পের চূড়ায় আঘাত হানে।’

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড