• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কোহলি বিশ্বকাপ জিতলে দুর্দান্ত ব্যাপার হবে : গাভাস্কার

  ক্রীড়া ডেস্ক

১৫ অক্টোবর ২০২১, ২১:১৪
বিরাট কোহলি
বিরাট কোহলি। (ছবি: সংগৃহীত)

বিরাট কোহলি ব্যর্থতার ষোলোকলা পূরণ করে ছেড়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব। অধিনায়ক কোহলি ভারতীয় দলকেও এখন পর্যন্ত জেতাতে পারেননি আইসিসির কোনো শিরোপা। এবার টি-টুয়েন্টি বিশ্বকাপে কোহলির সামনে সুযোগ আছে অধিনায়ক হিসেবে ভারতকে শিরোপা জেতানোর। আর এই সুযোগ কাজে লাগাতে পারলে সেটিই হবে এই সংস্করণে তাঁর সেরা পুরস্কার মনে করেন সুনীল গাভাস্কার।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০১৩ থেকে এই মৌসুম পর্যন্ত বেঙ্গালুরুর অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন কোহলি। সব মিলিয়ে নয়বারের একবারও বেঙ্গালুরুকে চ্যাম্পিয়নের মুকুট এনে দিতে পারেননি তিনি। জাতীয় দলের হয়েও তাঁর অধিনায়কত্বে সময়ে ভারত জিততে পারেনি আইসিসির কোনো শিরোপা।

কিংবদন্তি গাভাস্কারের মতে সবকিছু সব সময় পরিকল্পনা মেনে হয় না। তিনি বলেছেন, ‘কোহলি বিশ্বকাপ জিতলে দুর্দান্ত ব্যাপার হবে। কারণ টি-টুয়েন্টি অধিনায়ক হিসেবে সেটাই ওর সেরা কৃতিত্ব হবে। একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা আর দেশের হয়ে খেলা সম্পূর্ণ আলাদা ব্যাপার। দেশের হয়ে বিশ্বকাপ জেতা সবচেয়ে আনন্দের অনুভূতি।’

আরও পড়ুন : অজিদের শিরোপা জেতার সুযোগ দেখছেন ব্রেট লি

ফ্র্যাঞ্চাইজি ও জাতীয় দলকে শিরোপা জেতাতে না পারা কোহলিকে সাফল্যের কৌশলও বাতলে দিয়েছেন গাভাস্কার। সাফল্য পেতে গেলে কোহলিকে আইপিএলের ব্যর্থতা ভুলে যাওয়ার পরামর্শ দিয়ে গাভাস্কার বলেছেন, ‘বেঙ্গালুরুর সঙ্গে যেটা হয়েছে তা মাথায় রাখার কোনো দরকারই নেই। ওর সামনে বিশ্বকাপের ট্রফি তোলার সুযোগ আছে। জীবনের অন্যতম সেরা মুহূর্তের সামনে আছে সে।’

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড