• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অ্যামব্রোসের প্রতি কোনো সম্মান নেই গেইলের

  ক্রীড়া ডেস্ক

১৩ অক্টোবর ২০২১, ২০:০৩
ক্রিস গেইল ও কার্টলি অ্যামব্রোস
ক্রিস গেইল ও কার্টলি অ্যামব্রোস। (ছবি: সংগৃহীত)

টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ৪ দিন। মাঠে ব্যাট-বলের লড়াই জমে ওঠার আগে শুরু হয়েছে কথার লড়াই।

কদিন আগে কার্টলি অ্যামব্রোস বলেছিলেন, ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে ক্রিস গেইল অপরিহার্য সদস্য হতে পারেন না। এবার সেই কথার জের ধরে কড়া জবাব দিলেন গেইল। সাফ জানিয়ে দিলেন, অ্যামব্রোসের প্রতি তার আর কোনো সম্মান নেই।

সেন্ট কিটসের একটি রেডিও প্রোগ্রামে অ্যামব্রোসকে উদ্দেশ্য করে গেইল বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ দলে যখন এসেছিলাম, তখন অ্যামব্রোসকে অনেক সম্মান করতাম। জাতীয় দলে যোগ দেওয়ার পরে এই মানুষটার দিকে শ্রদ্ধার সঙ্গে তাকিয়েছি। তবে এখন মন থেকে বলছি, তার ওপর আমার আর কোনো সম্মান নেই। জানি না অবসরের পর থেকেই তিনি কেন আমার বিরোধিতা করছেন।’

আরও পড়ুন : বিশ্বকাপের ৭ দিন আগে খেলোয়াড় ছাড়বে ক্লাব!

বিশ্বকাপের আগে নেতিবাচক কথা না বলে দলকে সমর্থন দেওয়া উচিত মনে করেন টি-টুয়েন্টির ফেরিওয়ালা গেইল। ক্রিকেটের জায়ান্ট বলেন, ‘তার সঙ্গে দেখা হলে বলব, নেতিবাচক কথা বলা বন্ধ করে দলকে সমর্থন দিন। এই দলটা বাছাই করা হয়েছে। সাবেকদের উচিত আমাদের সমর্থন করা। সেটাই আমাদের প্রয়োজন। অন্য দেশে তাদের সাবেক খেলোয়াড়েরা নিজ দলকে সমর্থন দেন। আমরা কেন বড় টুর্নামেন্টে নিজ দলকে সমর্থন দিতে পারি না?’

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড