• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বকাপে আমাদের আটকানো মুশকিল হবে : সুজন

  ক্রীড়া ডেস্ক

১০ অক্টোবর ২০২১, ১৬:৪২
খালেদ মাহমুদ সুজন
খালেদ মাহমুদ সুজন। (ছবি: সংগৃহীত)

টি-টুয়েন্টি ফরম্যাটটা এখনো সেভাবে আয়ত্তে আনতে পারেনি বাংলাদেশ দল। সম্প্রতি কুড়ি ওভারে টানা ৩টি সিরিজ জিতলেও বিশ্বকাপের পরিসংখ্যান টাইগারদের একেবারেই মলিন। তবে ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে ‘ডার্ক হর্স’ বলছেন ক্রিকেট বোদ্ধারা। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন মনে করেন, এবারের বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনালে খেলবে।

রবিবার (১০ অক্টোবর) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে সুজন বললেন, ‘আমার প্রত্যাশা সবসময় ভালো। আমি চিন্তা করি বাংলাদেশ নিজেদের সেরাটা খেলবে। আমি বলেছি বাংলাদেশ সেমিফাইনাল খেলবে আমি বিশ্বাস করি।’

২০০৭ টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজে হারিয়ে বাজিমাত করে বাংলাদেশ দল। তবে সেই হুংকার ধরে রাখতে পারেনি টাইগাররা। সে বিশ্বকাপ তো বটেই, এরপর যতগুলো টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ দল, মূল পর্বের কোন ম্যাচেই জয়ের দেখা পায়নি। তবে এসব পরিসংখ্যান পাশে রেখে সুজন বিশ্বাস করেন টি-টুয়েন্টি ফরম্যাটে অসম্ভব কিছু নেই। লিটন দাস, নাঈম শেখরা জ্বলে উঠলে বাংলাদেশে আটকানো সহজ হবে না।

সুজন ব্যাখ্যা দেন, ‘আমাকে অনেকেই প্রশ্ন করতে পারে, নিউজিল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো বড় বড় টিম থাকতে আমরা কীভাবে সেমিফাইনাল খেলব? আমি বলব- এই সংস্করণটা এমন একটা সংস্করণ যে কেউ যে কাউকে এখানে হারাতে পারে।’

আরও পড়ুন : পর্তুগালের জয়ে রোনালদোর ১১২ তম গোল

সঙ্গে যোগ করেন সুজন, ‘আমরা কিন্তু এর আগেও ভারতের সঙ্গে এ সংস্করণে জিততে জিততে হেরেছি। বারবার তো আমরা এক ভুল করব না। আমাদের দলে মুশফিক, সাকিব, রিয়াদ, মুস্তাফিজ যারা সিনিয়র প্লেয়ার আছে টপ অর্ডার জ্বলে উঠলে, আমি বলব লিটন এখন অনেক অভিজ্ঞ, নাঈম শেখরা যদি জ্বলে উঠে আমাদের আটকানো মুশকিল হবে।’

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড