• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

হোটেলেই বন্ধি রাখা হচ্ছে বাবরকে

  ক্রীড়া ডেস্ক

০৫ অক্টোবর ২০২১, ১৮:৪৭
বাবর আজম
বাবর আজম। (ছবি: সংগৃহীত)

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ঘরোয়া ন্যাশনাল টি-টুয়েন্টি কাপের প্রথম লেগ শেষে কয়েকজন ক্রিকেটার বায়ো-বাবল ছেড়ে বাড়িতে যাওয়ার জন্য ছুটি চেয়েছেন। তবে সবার ছুটি মঞ্জুর করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ন্যাশনাল টি-টুয়েন্টি কাপের দ্বিতীয় লেগ শেষ হবে ১৩ অক্টোবর। তারপর টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য দেশ ছাড়বেন বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা। সবমিলিয়ে অনেকটা দিন পরিবারের সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে তাদের।

ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদনে জানা গেছে, ছুটির আবেদন করা ক্রিকেটারদের মধ্যে ইমাদ ওয়াসিম আর শাহিন শাহ আফ্রিদিকে বায়ো-বাবলের বাইরে যাওয়ার অনুমতি দিয়েছে পিসিবি। তবে বাবর আজমকে লাহোরে হোটেলকক্ষেই থাকতে হবে।

আরও পড়ুন : ‘র‍্যাম্বো’ বলে ডাকায় ক্ষেপেছেন রমিজ রাজা!

করোনার এই সময়ে টানা বায়ো-বাবলে থেকে মানসিক অবসাদে ভুগছেন অনেক ক্রিকেটার। সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে সরে গেছেন ওয়েস্ট ইন্ডিজের হার্ডহিটার ব্যাটসম্যান ক্রিস গেইল।

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে পাকিস্তান ক্রিকেট দল।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড