• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মরুঝড় শেষে বোলিংয়ে চেন্নাই

  ক্রীড়া ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২১, ২১:০৫
বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি
বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি। (ছবি: সংগৃহীত)

শাহরাজ ক্রিকেট স্টেডিয়ামে হঠাৎ মরুঝড়ের আক্রমণ। তাতে সময়মতো টস হয়নি চেন্নাই সুপার কিংস আর রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যকার ম্যাচের।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশে সময় সন্ধ্যা সাড়ে সাতটায় হওয়ার কথা ছিল টস। সেটি পিছিয়ে রাত আটটায় হয়েছে। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

যেহেতু টস দেরিতে হয়েছে, ম্যাচও ১৫ মিনিট দেরিতে অর্থাৎ রাত ৮টা ১৫ মিনিটে শুরু হয়েছে। তবে কোনো ওভার কর্তনের সিদ্ধান্ত হয়নি।

দুই দলের জন্যই ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে আছে তালিকার দুই নম্বরে। সমান ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বিরাট কোহলির ব্যাঙ্গালুরু।

ব্যাঙ্গালুরু একাদশ

বিরাট কোহলি, দেবদূত পাডিক্কেল, শ্রীকর ভরত, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, টিম ডেভিড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, নভদ্বীপ সাইনি, হর্ষল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, ইয়ুজবেন্দ্র চাহাল।

চেন্নাই একাদশ

রুতুরাজ গাইকঁদ, ফাফ ডু প্লেসি, মঈন আলি, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জশ হ্যাজলেউড।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড