• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাসানকে দক্ষিণ আফ্রিকা পাঠাচ্ছে বিসিবি

  ক্রীড়া ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৫
হাসান মাহমুদ
ডানহাতি পেসার হাসান মাহমুদ। (ছবি: সংগৃহীত)

গত মার্চে নিউজিল্যান্ড সফরে গিয়ে পিঠের ইনজুরিতে পড়েন বাংলাদেশ দলের তরুণ ডানহাতি পেসার হাসান মাহমুদ। এরপর থেকে প্রায় ৫ মাসের বেশি সময় ধরে মাঠের বাইরে এ সম্ভাবনাময় পেসার। কিন্তু তার পুনর্বাসন প্রক্রিয়ায় তেমন উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি।

তাই হাসান মাহমুদের ইনজুরির ধরনের বায়োমেকানিক্যাল এসেসমেন্টের জন্য আরব আমিরাত বা দক্ষিণ আফ্রিকায় পাঠানোর কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কেননা বিসিবির পক্ষে তার ইনজুরির ধরন ও সমস্যাগুলোর প্রতিকার যথাযথভাবে নিরুপণ করতে বেগ পেতে হচ্ছে।

গতবছর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি ও চলতি বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছে ২১ বছর বয়সী হাসানের। কিন্তু পিঠের ইনজুরিতে পড়ে যাওয়ায় ৩ ওয়ানডে ও ১ টি-টুয়েন্টির বেশি খেলতে পারেননি তিনি।

হাসানের সবশেষ অবস্থা জানিয়েছে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেছেন, ‘সে (হাসান) লম্বা সময় ধরে আমাদের পর্যবেক্ষণে রয়েছে। আমরা বিভিন্ন সময়ে নানান উপায়ে তার পরীক্ষা করেছি। কিন্তু স্ক্যানের রিপোর্টে কোনো সমস্যা খুঁজে পাচ্ছি না আমরা।’

তাই তাকে বাইরে পাঠানোর ভাবনার কথা জানিয়ে দেবাশীষ আরও বলেন, ‘আমাদের মনে হয়, তার একটা থ্রি-ডি বায়োমেকানিক্যাল এসেসমেন্ট প্রয়োজন। যা আমাদের বুঝতে সাহায্য করবে তার বোলিং অ্যাকশনে সমস্যা আছে কি না। এই এসেসমেন্ট আমাদের দেশে নেই। তাই তাকে বিদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে।’

আরও পড়ুন : মুম্বাইকে হারিয়েও ম্যাচে মরগ্যানের দ্বিগুণ জরিমানা

এদিকে হাসান মাহমুদ ক্রিকবাজকে বলেছেন, ‘সারাদিন কোনো ব্যথা থাকে না। কিন্তু ৩-৪ ওভার বোলিং করলেই তীব্র ব্যথা শুরু হয়। আমিও জানি না আমার সমস্যা কোথায় কারণ স্ক্যানে কিছুই ধরা পড়ে না। আমি সত্যিই হতাশ হয়ে যাচ্ছি। কারণ যখন খেলার কথা, তখন এমনি এমনি ঘরে বসে থাকা খুব কঠিন।’

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড