• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরখাস্তের আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি: ওয়াকার

  ক্রীড়া ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৮
ওয়াকার ইউনিস
ওয়াকার ইউনিস। (ছবি: সংগৃহীত)

টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে আচমকা সিদ্ধান্তে পদত্যাগ করেছেন পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ মিসবাহ উল হক ও ওয়াকার ইউনিস। পদত্যাগের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি দেশটির কিংবদন্তি পেসার ওয়াকার।

অবশেষে প্রায় সপ্তাহদেড়েক পর মুখ খুললেন তিনি। পাকিস্তানি দৈনিক জাংয়ে দেওয়া সাক্ষাৎকারে ওয়াকার জানিয়েছেন, বোর্ডের পক্ষ থেকে বরখাস্ত করার আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

ওয়াকারের ভাষ্য, ‘মিসবাহ পদত্যাগ করার পর আমার বোলিং কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে নেওয়ার কোনো যৌক্তিকতাই ছিলো না। আমাদের বরখাস্ত করার আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

এর বাইরে করোনাভাইরাস মহামারীর কারণে টানা জৈব সুরক্ষা বলয়ে থাকার মানসিক ধকলটাও পদত্যাগের একটি কারণ হিসেবে উল্লেখ করেছেন ওয়াকার। তার মতে, ক্রিকেট বোর্ড এবং দলে এখন যারাই দায়িত্ব নেবেন, তারা ভিন্ন দল নিয়ে পরিবর্তন আনবেন।

পাকিস্তানের দল বাছাইয়ে কোনো প্রভাব ছিলো না জানিয়ে ওয়াকার বলেন, ‘কখনো দল বাছাইয়ের ক্ষেত্রে আমার কোনো প্রভাব ছিলো না। মানুষ সবসময় এটা মনে করেছে যে দল বাছাইয়ের ক্ষেত্রে হয়তো আমার হাত রয়েছে। কিন্তু আসলে তা নয়।’

এসময় পাকিস্তানের টি-টুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের প্রশংসা করেন এ কিংবদন্তি পেসার। তার মতে, দলের সব সদস্যই প্রতিভাবান এবং অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দলটি বেশ ভালো হয়েছে।

আরও পড়ুন : র‍্যাংকিংয়ে আরও পেছাল বাংলাদেশ

তার ভাষ্য, ‘আমি এখন কারও সমালোচনা করার মতো অবস্থানে নেই। পাকিস্তান ক্রিকেটে শোয়েব মালিক সবচেয়ে ফিট ক্রীড়াবিদ। অন্যদিকে আজম খান অনেক প্রতিভাবান ক্রিকেটাররা।’

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড