• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বকাপের আগে সিংহাসন হারালেন সাকিব

  ক্রীড়া ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:১২
সাকিব আল হাসান
সাকিব আল হাসান। (ছবি: সংগৃহীত)

টি-টুয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের চূড়ায় বেশিদিন থাকতে পারলেন না সাকিব আল হাসান। অস্ট্রেলিয়া সিরিজে দারুণ পারফরম্যান্স করে তিন বছরেরও বেশি সময় পর উঠেছিলেন শীর্ষে। নিউজিল্যান্ড সিরিজে নিজেকে মেলে ধরতে না পেরে আবার হারালেন সিংহাসন।

বাংলাদেশ-নিউ জিল্যান্ড সিরিজের শেষ দুই টি-টুয়েন্টি, শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকার টি-টুয়েন্টি সিরিজ ও আয়ারল্যান্ড-জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজের পারফরম্যান্স বিবেচনায় বুধবার র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি।

গত সপ্তাহের র‍্যাঙ্কিং হালনাগাদেও শীর্ষেই ছিলেন সাকিব। কিন্তু এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা চতুর্থ টি-টুয়েন্টিতে একেবারে নিষ্প্রভ ছিলেন বাংলাদেশ অলরাউন্ডার। ২৫ রান দিয়ে উইকেট নিতে পারেননি একটিও, ব্যাট হাতে রান করেন কেবল ৮।

এতেই ১৬ রেটিং পয়েন্ট হারিয়ে অলরাউন্ডারদের তালিকায় দুইয়ে নেমে গেছেন সাকিব। এখন তার রেটিং পয়েন্ট ২৭৫। আর শীর্ষে উঠে যাওয়া আফগানিস্তানের মোহাম্মদ নবির ২৮৫।

সিরিজে দুর্দান্ত বোলিংয়ে ৮ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান এগিয়েছেন দুই ধাপ। বাঁহাতি এই পেসার উঠে এসেছেন দশম থেকে অষ্টম স্থানে।

উল্লেখযোগ্য উন্নতি হয়েছে নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসানেরও। ২৫ ধাপ এগিয়ে নাসুম ১৫তম ও ৪ ধাপ এগিয়ে মেহেদি ২০তম স্থানে জায়গা করে নিয়েছেন। দুইজনেরই এটা ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিং।

শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ পারফরম্যান্সে টি-টুয়েন্টির বোলারদের তালিকায় এগিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিয়ন ফোরটান, আনরিক নরকিয়া। আগের মতোই শীর্ষে আছেন তাবরাইজ শামসি।

এই সংস্করণে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অষ্টম স্থানে উঠে এসেছেন কুইন্টন ডি কক। তিন ম্যাচের সিরিজে লঙ্কানদের হোয়াইটওয়াশ করতে বড় ভূমিকা রাখা দক্ষিণ আফ্রিকার এই কিপার-ব্যাটসম্যান টানা দুই ফিফটিতে ১৫৩ রান করে হন সিরিজ সেরা। র‌্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে প্রথমবারের মতো ঢুকেছেন তিনি সেরা দশে।

ডিককের সতীর্থ এইডেন মারক্রাম ১২ ধাপ এগিয়ে আছেন ১১ নম্বরে। উন্নতি হয়েছে শ্রীলঙ্কার কুসল পেরেরার। আর বাংলাদেশ সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেওয়া টম ল্যাথাম ২২ ধাপ, ও ফিন অ্যালেন ২৩ ধাপ উপরে উঠেছেন।

টি-টুয়েন্টির শীর্ষ ব্যাটসম্যান যথারীতি ইংল্যান্ডের ডেভিড মালান।

জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড সিরিজে ভালো পারফরম্যান্স করে ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি করেছেন আইরিশ ব্যাটসম্যান উইলিয়াম পোর্টারফিল্ড ও জিম্বাবুয়ের ক্রেইগ আরভিন। বড় লাফ দিয়েছেন যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোতরা। ওভারে ৬ ছক্কার রেকর্ড স্পর্শ করা এই ব্যাটসম্যান এগিয়েছেন ১৬৯ ধাপ!

ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন পাকিস্তানের বাবর আজম।

আরও পড়ুন : ভারতের কোচের পদ ছাড়ছেন রবি শাস্ত্রী

বোলারদের র‍্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ডের অ্যান্ডি ম্যাকব্রাইন ও সিমি সিং, নেপালের লেগ স্পিনার সন্দিপ লামিছানে ও পাপুয়া নিউ গিনির চার্লস অ্যামিনির উন্নতি হয়েছে।

বোলার ও অলরাউন্ডারদের শীর্ষস্থানেও আসেনি পরিবর্তন; তালিকা দুটির শীর্ষে যথাক্রমে নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও বাংলাদেশের সাকিব।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড