• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

আমরা নামলেই কী এটা ব্যাটিং স্বর্গ হয়ে গেছে : রিয়াদ

  ক্রীড়া ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২১, ২০:০৬
মাহমুদউল্লাহ রিয়াদ
মাহমুদউল্লাহ রিয়াদ। (ছবি: সংগৃহীত)

টানা না তিন টি-টুয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে তাদের মাঠে হারানোর পর ঘরের মাঠে জিতেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে। পরের দুই দলের বিপক্ষেই টি-টুয়েন্টিতে প্রথমবার সিরিজ জেতে টাইগাররা। তবে সিরিজ জিতেও প্রশংসার সঙ্গে সমালোচনা শুনতে হচ্ছে উইকেট নিয়ে।

ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে আরেকটু ব্যাটিং সহায়ক উইকেটে খেলা হবে, মেনে নিয়েছেন তিনি। তবে পিচ নিয়ে সমালোচনারও কারণ দেখেন না রিয়াদ।

তিনি বলেছেন, ‘আমি এটাতে একমত যে পিচ ও কন্ডিশন বোলিং সহায়ক ছিল। এটা ব্যাটসম্যানদের জন্য কঠিন। কিন্তু এটা আমাদের ব্যাটসম্যানদের জন্যও কঠিন ছিল। এমন তো না যে আমরা ব্যাটিংয়ে নামলেই এটা ব্যাটিং স্বর্গ হয়ে গেছে। যখন আমাদের বোলাররা জিততে সহায়তা করছে, কেন তাদের কৃতিত্ব কেড়ে নেওয়া হচ্ছে?’

জিম্বাবুয়েকে তাদের মাঠে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে জিতেছে ১৯৪ রান তাড়া করে। ওই উদাহরণ টেনেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বলেছেন বড় রান তাড়াটাই তাদের মানসিকভাবে এগিয়ে দিয়েছে।

তিনি বলেছেন, ‘আমাদের তিনটা সিরিজ জিততে ভালো ক্রিকেট খেলতে হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে বড় রান তাড়া করে জিতেছি। শেষ ম্যাচটাতে চার বল বাকি থাকতেই ১৯৪ রান তাড়া করেছি। আমি বুঝতে পারছি যে এটা জিম্বাবুয়ের বিপক্ষে কিন্তু আমরা তাদের মাঠে খেলেছি। ১৯০ রান তাড়া করা কোনো দলের বিপক্ষেই সহজ না।’

আরও পড়ুন : সব ধরণের ক্রিকেটকে বিদায় বললেন মালিঙ্গা

টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে রিয়াদ বলেন, ‘আমি আশা করি দুবাই ও আবুধাবির পিচগুলো আরেকটু বেশি ব্যাটিং সহায়ক ও স্পোর্টিং হবে আমরা যেটাতে খেলেছি তার চেয়ে। আমার মনে হয় সেখানে ব্যাটসম্যানদের আরেকটু দায়িত্ব নিতে হবে। সেদিক থেকে আমাদের মধ্যে ব্যর্থ হওয়ার ভয় থাকলে হবে না। আমরা যাই করি না কেন, আক্রমণাত্মক হতে হবে।’

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড