• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানকে টপকে শীর্ষে ভারত

  ক্রীড়া ডেস্ক

০৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:২২
ভারতের রোমাঞ্চকর টেস্ট জয়
ভারতের রোমাঞ্চকর টেস্ট জয়। (ছবি: সংগৃহীত)

লন্ডনের কিংসটন ওভালে ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর টেস্ট জয়ের মধ্য দিয়ে পাকিস্তানকে ছাড়িয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেল ভারত।

সোমবার (৬ সেপ্টেম্বর) ওভালে জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ডকে ১৫৭ রানের বড় ব্যবধানে হারায় ভারত। এই জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ এগিয়ে গেল কোহলিরা। সিরিজের শেষ টেস্ট হবে ম্যানচেস্টারে।

ওভাল টেস্টের আগে ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বর পজিশনে ছিল ভারত। ওভালে দুর্দান্ত জয়ে ১২ পয়েন্ট সংগ্রহ করে ২৬ পয়েন্ট নিয়ে এক লাফে শীর্ষে উঠে গেল বিরাট কোহলিরা।

ভারত শীর্ষে উঠায় সিংহাসন হারাতে হয় বাবর আজমদের। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে রয়েছে পাকিস্তান। সমান পয়েন্ট নিয়ে তিনে ওয়েস্ট ইন্ডিজ। আগের মতো চার নম্বর পজিশনেই আছে ইংল্যান্ড।

আরও পড়ুন : ‘বার্সেলোনার প্রতিপক্ষের জার্সিতে মেসিকে দেখাটা অদ্ভূত’

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নাম নেই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা ও বাংলাদেশের। টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান আসরে এখনো খেলার সুযোগ পায়নি এই দলগুলো।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড