ক্রীড়া ডেস্ক
ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। মোস্তাফিজুর রহমানকে ১ কোটি রুপিতে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। ২০১৮ মৌসুমের পর এবার আবারও আইপিএল মাতাতে দেখা যাবে বাংলাদেশের কাটার মাস্টারকে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) চেন্নাইতে অনুষ্ঠিত আইপিএল নিলামে বেশ কিছু ক্রিকেটারের ওপরই চোখ ছিল সবার। এর মধ্যে বাংলাদেশের সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান ছিলেন অন্যতম। দু’জনই বিক্রি হলেন।
মোস্তাফিজকে কেনার পরই টুইটারে এ নিয়ে পোস্ট করতে হবে। তার কোনো একটি ছবি দিলেই তো হতো। কিন্তু রাজস্থানের টুইটার এডমিন একটু রসিকই বটে। তিনি কাঁচা হাতে ফটোশপে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি পরা মোস্তাফিজের একটি ছবির ওপর বসিয়ে দিলেন রাজস্থানের জার্সি।
টুইটারে মজা করেই লিখলেন, ‘তাকে আমাদের জার্সি গায়ে দিয়ে আসল ছবি দিতে বলছি, তার আগে ট্রেলার দেখুন।’
আরও পড়ুন : আফ্রিদির শিষ্য হতে চান রশিদ খান
কিন্তু বাংলাদেশের এই ক্রিকেটার যখন আইপিএল খেলতে যাবে, তখন তার সঙ্গে ভাষা সমস্যা হবে না? সে জন্যই কী তাহলে রাজস্থান রয়্যালস বাংলা শিখতে শুরু করে দিয়েছে? আপাতত সোশ্যাল মিডিয়ায় তাদের কর্মকাণ্ড দেখে তেমনটাই মনে হচ্ছে।
ওডি
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড