ক্রীড়া ডেস্ক
ভারতের উইকেট কিপার ঋষভ পান্থকে নিয়ে ‘ব্যস্ত’ হয়ে পড়েছেন অস্ত্রেলিয়ার সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন। বলা যায়, প্রতিদিনই ভারতীয় উইকেটকিপারকে নিয়ে কিছু না কিছু বক্তব্য পেশ করছেন কিংবদন্তি স্পিনার।
গত শুক্রবার (১৫ জানুয়ারী) উইকেটের পেছনে কথা বলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন, এরপর গতকাল শনিবার (১৬ জানুয়ারী) পন্থের সানগ্লাস নিয়ে রসিকতা করলেন শেন ওয়ার্ন। ফ্লুরোসেন্ট সানগ্লাস পরে মাঠে নেমেছিলেন পান্থ। ও' কিফের সঙ্গে কথোপকথনেএ সময় ওয়ার্ন বলেন, এই চশমা পরে যে কাউকে ঝলসে যাবে। তাতে সম্মতি জানালেন ও' কিফও।
আরও পড়ুন : আর্সেনাল ছেড়ে তুরস্কে নাম লেখাচ্ছেন ওজিল
ওয়ার্ন অবশ্য নিজের একটা অদ্ভুত কায়দার সানগ্লাস পরা ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাতে ঋষভকে ট্যাগ করে বেশ কয়েকটি হাসির স্মাইলি দিয়েছেন। উল্লেখ্য, সিডনিতে তৃতীয় টেস্টে ৯৭ রানের অনবদ্য ইনিংস খেলেছেন পান্থ। ঐতিহাসিক ম্যাচ ড্র রাখায় তার সঙ্গে অবদান রেখেছিলেন চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী এবং রবিচন্দ্রন অশ্বিন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড