ক্রীড়া ডেস্ক
শীতের তীব্রতা এবার তুলনামূলক কম হলেও আবহাওয়া নিয়ে আগাম সতর্কতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঘন কুয়াশায় চারদিক ঢাকা থাকতে পারে, এই চিন্তায় পাল্টে ফেলা হয়েছে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজের সময়।
রাতে দেরি করে খেলা মানেই ঘন কুয়াশা আর শিশিরের বাধা। সেই দিক মাথায় রেখে খেলা শুরুর সময় এগিয়ে আনা হয়েছে। তাই বলে ভাববেন না দিবারাত্রির বদলে ওয়ানডে সিরিজ একদম দিনের আলোতেই সবটা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
তবে বাংলাদেশে যেমন দুপুর দুইটা বা দেড়টায় ওয়ানডে ম্যাচ শুরু হয়, টাইগারদের সাথে ক্যারিবীয়দের ওয়ানডে সিরিজ ওই সময়ে শুরু হবে না। খেলা শুরু হবে তার বেশ আগে।
আরও পড়ুন : ‘মাশরাফির অভাব সবাই অনুভব করবে’
শনিবার সন্ধ্যায় বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ওয়ানডে সিরিজ শুরু হবে সকাল সাড়ে ১১টায়। অর্থাৎ প্রতিটি ম্যাচই অনেকটা ডে-ম্যাচের মতো হবে।
২০ এবং ২২ জানুয়ারি শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুটি ওয়ানডে। ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে তৃতীয় ওয়ানডে। এরপর ৩ ফেব্রুয়ারি থেকে শুরু টেস্ট সিরিজ।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড