• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবসরের আগে আর বিগ ব্যাশে খেলবেন না ওয়ার্নার

  ক্রীড়া ডেস্ক

২৩ নভেম্বর ২০২০, ১১:৩৬
ডেভিড ওয়ার্নার
ডেভিড ওয়ার্নার। (ছবি : সংগৃহীত)

টানা বায়ো সিকিউর বাবলে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে পড়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। যে কারণে নিয়েছেন বেশ কঠিন এক সিদ্ধান্ত। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আগে আর নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগে খেলবেন না ওয়ার্নার।

শুধু নিজে না খেলার সিদ্ধান্তই নেননি ওয়ার্নার, তার মতে পরিবার থাকা যেকোন ক্রিকেটার এমন ১২ মাস ধরে বায়ো সিকিউর বাবল ও কোয়ারেন্টাইনে থেকে খেলা চালিয়ে নিতে পারবে না। আর এ কারণেই মূলত অবসরের আগে আর বিগ ব্যাশে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অথচ বিগ ব্যাশের প্রথম আসরেই টুর্নামেন্টটির বড় এক বিজ্ঞাপন ছিলেন ওয়ার্নার। প্রথম আসরে খেলেছেন সিডনি থান্ডারের হয়ে, করেছেন অধিনায়কত্ব। পরে নগর প্রতিদ্বন্দ্বী সিডনি সিক্সার্সেও খেলেছেন বাঁহাতি এ ওপেনার। কিন্তু আন্তর্জাতিক সূচির ব্যস্ততায় গত ৭ বছরে একদমই বিগ ব্যাশে খেলেননি ওয়ার্নার।

আর এবার পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য বিগ ব্যাশকে আরও লম্বা সময়ের জন্য না করে দিলেন তিনি। অস্ট্রেলিয়া জাতীয় দল থেকে অবসরের পর বিগ ব্যাশে ফিরতেও পারেন ওয়ার্নার। তবে বিগ ব্যাশে না খেললেও, পরিবর্তিত নিয়মগুলো সম্পর্কে খোঁজখবর ঠিকই রেখেছেন তিনি।

এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমার মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের সঙ্গে যদি আপনি বিশ্বের অন্যান্য সেরা ক্রিকেটারদের আনতে পারেন। এতে হয়তো নিয়মের পরিবর্তনগুলোর প্রভাব ভালোভাবে বোঝা যাবে। তবে আমি মনে করি, নিয়ম বদলানোর চেয়ে সেরা খেলোয়াড় আনাটাই বেশি গুরুত্বপূর্ণ।’

অবসরের আগে আর বিগ ব্যাশে না খেলার ব্যাপারে তিনি বলেছেন, ‘আমাদের জন্য, যারা তিন ফরম্যাটের ক্রিকেটেই খেলি, তাদের জন্য অন্যকিছু খেলা কঠিন। এমনকি মাঝে কিছু সময় পেলে সেটা বিরতি বা বিশ্রাম হিসেবেই কাটানো দরকার হয়। কারণ এরপরই আবার গ্রীষ্মকালীন ব্যস্ত সূচি শুরু হয়ে যায়।’

আরও পড়ুন : নিউজিল্যান্ড সফরের দিনই দুঃসংবাদ পেল পাকিস্তান

‘ব্যক্তিগত জীবনে আমার তিন সন্তান আছে, স্ত্রী আছে। তাদের প্রতিও আমার কিছু দায়িত্ব আছে। তাই তিন ফরম্যাটে খেলা এবং অন্য কাজে সময় বের করা খুব কঠিম হয়ে যায়। সত্যি করে বললে, অস্ট্রেলিয়ার হয়ে যতদিন খেলছি, ততদিন আর বিগ ব্যাশ খেলব বলে মনে হয় না।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড