• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভক্তের মোবাইল আছড়ে ফেলা প্রসঙ্গে যা বললেন সাকিব

  ক্রীড়া ডেস্ক

১৭ নভেম্বর ২০২০, ০৮:৪৭
অপ্রীতিকর ঘটনা
ভক্তের মোবাইল নিয়ে অপ্রীতিকর ঘটনা। (ছবি : সংগৃহীত)

কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিতে বেনাপোল চেকপোস্ট দিয়ে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভারত যান সাকিব আল হাসান। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন হয়ে ভারতে যাওয়ার সময় স্থানীয় গণমাধ্যমকর্মী ও শত শত ক্রিকেটভক্ত উপস্থিত থাকলেও তিনি তাদের সঙ্গে কোন কথা বলেননি।

এরই মধ্যে ভক্তের সঙ্গে ঘটে অপ্রীতিকর এক ঘটনা। জোর করে সাকিবের সঙ্গে পাগল এক ভক্ত ছবি তুলতে চেয়েছিলেন। টাইগার অলরাউন্ডার মেজাজ ধরে রাখতে পারেননি। ওই ভক্তের মোবাইলটি সাকিব আছড়ে ফেলেন- এমন খবরই এসেছে গণমাধ্যমে।

তবে সাকিব ফোন ভাঙার বিষয়টি এবার অস্বীকার করলেন। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওবার্তায় দেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডার জানান, করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে চলতে গিয়েই এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

ভক্তের ফোন ভাঙার খবর নিয়ে সাকিব বলেন, ‘আমি কখনই বুঝতে পারি না, আমি অন্য একজনের ফোন ভাঙলে তাতে আমার কি উপকার হবে? যার ফোন ভাঙা নিয়ে কথা হচ্ছে, তার ফোনটি আমি কখনই ইচ্ছেকৃতভাবে ভাঙিনি।’

সাকিব যোগ করেন, ‘যেহেতু করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছিলাম, যেভাবে নিজেকে নিরাপদ রেখে চলা যায় সেই চেষ্টাই করছিলাম। আর সেখানে যেহেতু অনেক মানুষ ছিল। অনেক ভিড় ছিল, সবাই চেষ্টা করছিল ছবি তুলতে। আমিও চেষ্টা করেছিলাম, তাদের কাছে না গিয়ে কিভাবে আমার কাজগুলো সম্পন্ন করব ইমিগ্রেশনের।’

আরও পড়ুন : তীব্র সমালোচনার মুখে ক্ষমা চাইলেন সাকিব (ভিডিও)

‘এ সময় একজন উৎসুক জনতা আমার গায়ের ওপর দিয়ে এসে ছবি তুলতে যায়। আমি তাকে সরিয়ে দিতে গেলে তার হাতের সাথে আমার হাত লেগে মোবাইল পড়ে যায়। হয়তো পরে ভেঙেও গিয়েছে। তার ফোন ভাঙার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমার মনে হয়, তারও সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। বিশেষ করে করোনার সময় মনে হয় সবারই সতর্কতা মেনে চলা উচিত। যতদিন এই করোনার প্রভাবটা থাকে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড