• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘চেন্নাইয়ের অধিনায়ক থাকবেন না ধোনি’

  ক্রীড়া ডেস্ক

১৫ নভেম্বর ২০২০, ১০:৩৭
মহেন্দ্র সিং ধোনি
মহেন্দ্র সিং ধোনি। (ছবি : সংগৃহীত)

মহেন্দ্র সিং ধোনির হাত ধরেই তিনবার আইপিএলের শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। ধোনিকে ছাড়া চেন্নাই? এতো কল্পনা করাও কঠিন। আর ভারতের দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক নেতৃত্বে থাকবেন না, আবার চেন্নাইয়ে খেলবেন-এমনটাও তো ভাবা মুশকিল।

তবে আগামী মৌসুমে সেটাই হতে যাচ্ছে বলে মনে করেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক ব্যাটিং কোচ সঞ্জয় ব্যাঙ্গার। তার মতে, ধোনি নিজেই নেতৃত্বের ব্যাটন তুলে দেবেন অন্য কারও হাতে।

এবারের আইপিএলে গ্রুপপর্বের অর্ধেক পেরুতেই শিরোপা লড়াই থেকে কার্যত ছিটকে পড়ে চেন্নাই। একের পর এক ম্যাচ হেরে কোণঠাসা দলটি শেষদিকে টানা কয়েকটি জয়ে কেবল মান বাঁচিয়েছে।

তবে দলের অবস্থা যেমন ছিল, তাতে পরের মৌসুমে চেন্নাইকে ঢেলে সাজানোর কথা ভাবছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। টুর্নামেন্ট চলাকালীন সময়ে ধোনির কথাতেও সেই আভাস পাওয়া গেছে।

ব্যাঙ্গার তো মনে করছেন, আগামী মৌসুমে ধোনি নিজেই নেতৃত্ব থেকে সরে যাবেন। এক অনুষ্ঠানে ভারতের সাবেক ব্যাটিং কোচ বলেন, ‘আমার যা মনে হয়, পরের মৌসুমে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে হয়তো ধোনিকে দেখা যাবে না। ফাফ ডু প্লেসিসের হাতে নেতৃত্ব তুলে দেবে।’

ব্যাঙ্গারের এমন ধারণাকে একেবারে বাতাসে ভাসিয়ে দেওয়ার উপায় নেই। জাতীয় দলে ধোনির নেতৃত্ব ছাড়ার ঘটনাগুলো আচমকাই ঘটেছিল। ২০১১ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার তিন বছর পরে সবাইকে অবাক করে দিয়ে টেস্টের নেতৃত্ব ছেড়ে দেন ক্যাপ্টেন কুল। ২০১৭ সালে ওয়ানডের নেতৃত্ব থেকেও সরে যান তিনি।

ব্যাঙ্গার বলছেন, ‘আমার মনে হয়, অধিনায়কত্ব চালিয়ে যাওয়া উচিত কি না, সে ব্যাপারে ২০১১ সালের পরেই ধোনি চিন্তাভাবনা করেছিল। ধোনি জানতো, এর পরে কঠিন প্রতিপক্ষ অপেক্ষা করে রয়েছে ভারতের জন্য। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো কঠিন সফর রয়েছে এবং তখন দলকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য ক্যাপ্টেন ছিল না। ফলে ধোনি নেতৃত্বের বোঝা বয়ে নিয়ে যাচ্ছিল এবং সঠিক সময়ে কোহলির হাতে নেতৃত্ব তুলে দেয়।’

ব্যাঙ্গার মনে করেন, ঠিক একইভাবে আইপিএলে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বও ছেড়ে দেবেন ধোনি। পরের মৌসুমে হয়তো ফাফ ডু প্লেসিসের অধীনে খেলবেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড