• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রোহিতের সাথে অবিচার করা হয়েছে : শেবাগ

  ক্রীড়া ডেস্ক

৩০ অক্টোবর ২০২০, ১২:১০
ভিরেন্দর শেবাগ ও রোহিত শর্মা
ভিরেন্দর শেবাগ ও রোহিত শর্মা (ছবি : সংগৃহীত)

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন দলটি অধিনায়ক রোহিত শর্মা। যে কারণে ভারতীয় ক্রিকেট দলের আসন্ন অস্ট্রেলিয়া সফরের কোনো দলেই রাখা হয়নি তাকে। কিন্তু এখন আবার নিয়মিতই মুম্বাইয়ের অনুশীলনে দেখা যাচ্ছে রোহিতকে। এমনকি ম্যাচ ডে’তে মাঠেও আসেন তিনি।

রোহিতকে অস্ট্রেলিয়াগামী স্কোয়াড থেকে বাদ দেয়ার পর থেকেই তার ইনজুরির বিষয়টি নিয়ে চলছে নানান আলোচনা। অনেকের মতে, কোন ইনজুরি নেই রোহিতের, অন্যায়ভাবে বাদ দেয়া হয়েছে তাকে। অনেকে আবার বলছেন জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে পুরনো দ্বন্দ্বের মাশুলই দিতে হচ্ছে রোহিতকে।

এ আলোচনায় এবার যোগ দিলেন ভারতের সাবেক অধিনায়ক ও মারকুটে ওপেনার ভিরেন্দর শেবাগ। অন্য অনেকের মতো তিনিও পুরোপুরি নিশ্চিত নন রোহিতের ইনজুরির ব্যাপারে। শেবাগের মতে, রোহিতের ইনজুরিকে ঘিরে লুকোচুরি খেলাটা মোটেও ঠিক হচ্ছে না। মুম্বাই ও ভারতীয় দলের মধ্যে চলমান এ বিষয়টি রোহিতের ইনজুরিকেই সন্দেহের মুখে ঠেলে দেয়।

এদিকে ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে যাবে আগামী ১২ নভেম্বর। সিরিজের প্রথম ম্যাচ হবে ২৭ নভেম্বর আর শেষটি হবে আগামী বছরের ১৫ জানুয়ারি তারিখে। পুরো সফরটি প্রায় আড়াই মাসের। তবু রোহিতকে ইনজুরিমুক্ত হওয়ার সময় না দিয়ে তিন সিরিজের একটিতেও রাখেনি ভারতীয় নির্বাচকরা।

এমন সিদ্ধান্তের পেছনে কোনো যুক্তি খুঁজে পাননি শেবাগ। তিনি উদাহরণ টেনে এনেছেন নিজের সময়ের নির্বাচন পদ্ধতির। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে এক ভিডিওবার্তায় শেবাগ বলেন, ‘আমার খেলোয়াড়ি জীবনে, যখন শ্রীকান্ত নির্বাচক কমিটির প্রধান ছিলেন, তখন স্কোয়াড নির্বাচনের দিন কেউ ইনজুরিতে পড়লে তাকে দলে নেওয়া হতো না।’

‘কিন্তু অস্ট্রেলিয়ার এবারে সফরটা অনেক লম্বা এবং রোহিত শর্মা খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তাই তাকে যদি আজকের ইনজুরির অবস্থান বিবেচনা করে দলে না নেওয়া হয়, তাহলে আমি বলবো তার ওপর এটা অবিচারই হয়েছে।’

এসময় রোহিতের ইনজুরির বিষয়ে আরও স্বচ্ছতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন শেবাগ। কেননা কেউ যদি অসুস্থ থাকে, তাহলে তার উচিত বিশ্রাম নেয়া। কিন্তু মুম্বাইয়ের শেষ দুই ম্যাচে মাঠেই দেখা গেছে রোহিতকে। এমনকি অনুশীলনেও নেটে ব্যাটিং করছেন নিয়মিত। যা তার ইনজুরি নিয়ে সন্দেহ সৃষ্টি করছে শেবাগের মনে।

তিনি বলেন, ‘রোহিতের ইনজুরির ব্যাপারে আমার কোনো ধারণাই নেই। মিডিয়ার উচিত আরও স্বচ্ছতার ব্যাপারে জিজ্ঞেস করা। এর আগে বলা হয়েছিল, রোহিত অসুস্থ। কিন্তু সে যদি অসুস্থ হয়, তাহলে মাঠের ভেতরে কী করে? দুই ম্যাচেই তাকে দেখা গেছে। সে অসুস্থ হলে বিছানায় বিশ্রাম করা উচিত, যাতে দ্রুত সুস্থ হতে পারে। এতেই বোঝা যায়, সে আসলে অসুস্থ নয়।’

শেবাগ আরও যোগ করেন, ‘এমতাবস্থায় মুম্বাই ইন্ডিয়ানসের উচিত রোহিতের ইনজুরির বিষয়ে আরও বিস্তারিত জানানো। উল্টো মুম্বাই একটি ভিডিও আপলোড করেছে, যেখানে রোহিতকে ব্যাটিং প্র্যাকটিস করতে দেখা গেছে। এতে বোঝা যাচ্ছিল, সে ফিটনেস ফিরে পেতে মরিয়া। কিন্তু এ বিষয়ে পরিষ্কার বার্তা তো প্রয়োজন। আর এখন তো বিবৃতিরও প্রয়োজন নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার (রোহিত) স্বাস্থ্যের ব্যাপারে এক লাইন লিখে দিলেই তো হয়।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড