• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিগ ব্যাশ থেকে নাম প্রত্যাহার করলেন ডি ভিলিয়ার্স

  ক্রীড়া ডেস্ক

২৭ অক্টোবর ২০২০, ১৪:২০
এবি ডি ভিলিয়ার্স
এবি ডি ভিলিয়ার্স (ছবি : সংগৃহীত)

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তৃতীয় সন্তান জন্মের অপেক্ষায় থাকা ভিলিয়ার্সকে এবারের আসরে পাচ্ছে না ব্রিসবেন হিট। তবে আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমানের সঙ্গে পুনরায় চুক্তি করেছে ব্রিসবেন।

বিগ ব্যাশের গত আসরে সমর্থকদের দারুণ এক চমক উপহার দিয়ে ডি ভিলিয়ার্সকে দলে ভিড়িয়েছিল ব্রিসবেন হিট। সেবার মাত্র ৬ ম্যাচ খেলতে পেরেছিলেন ভিলিয়ার্স। যদিও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ছয় ম্যাচে মাত্র ২৪.৩৩ গড়ে ১৪৬ রান করেছিলেন তিনি।

তবে আরব আমিরাতে চলতি আইপিএলটা আবার ভালো কাটছে ভিলিয়ার্সের। তাকে না পাওয়ার খবর নিশ্চিত করে ব্রিসবেন কোচ ড্যারেন লেহম্যান বলেন, ‘যখন সবকিছু ভালো চলছে মনে হয়, তখনই এমন কিছু পরিস্থিতি আসে, যা কি না সকল পরিকল্পনা বদলে দেয়। কোভিড-১৯ কিংবা ভ্রমণে নিষেধাজ্ঞার বাইরেও এখন ডি ভিলিয়ার্সের না পাওয়ার খবর।’

‘ডি ভিলিয়ার্স ও তার স্ত্রী ড্যানিয়েল তৃতীয় সন্তানের অপেক্ষায় রয়েছে। স্বাভাবিকভাবেই আমরা সবাই তার জন্য খুশি। আমরা জানি আগামী কয়েক মাস স্পেশাল হতে চলেছে। সবাই যোগাযোগের মধ্যেই থাকব এবং দেখব পরিস্থিতি কেমন দাঁড়ায়। আইপিএলে সে (ডি ভিলিয়ার্স) ভালো ছন্দে রয়েছে। তাই বিগ ব্যাশেও তার ভালো পারফরম্যান্সের আশাই ছিলো।’

তবে আইপিএল থেকে ফিরে বিগ ব্যাশে খেলতে অস্ট্রেলিয়া গেলে আবার হোটেল রুমে একা একা ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে ডি ভিলিয়ার্সকে। এরপর যোগ দিতে পারবেন ব্রিসবেন হিটের সঙ্গে। এর চেয়ে বরং স্ত্রী-পরিবারের সঙ্গে থাকাই বেছে নিয়েছেন তিনি।

তৃতীয় সন্তানের খবর জানিয়ে ডি ভিলিয়ার্স বলেছেন, ‘নতুন সন্তানের আগমনের অপেক্ষায় আমি ও ড্যানিয়েল রোমাঞ্চিত। একটা ছোট ও বেড়ে ওঠা পরিবারের জন্য এই কোভিড-১৯ পরিস্থিতিটা সহজ নয়। তার সঙ্গে রয়েছে ভ্রমণজনিত নানান নিষেধাজ্ঞা। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, এ মৌসুমে আর কোথাও যাচ্ছি না।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড