• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আর্চাররের আগ্রাসী মনোভাব ভালো লাগে শচিনের

  ক্রীড়া ডেস্ক

২৬ অক্টোবর ২০২০, ১৩:৪২
আর্চারর ও শচিন
আর্চারর ও শচিন (ছবি : সংগৃহীত)

বিশ্ব ক্রিকেটর বর্তমান সময়ে বল হাতে গতির ঝড় তোলা পেসারদের মধ্যে অন্যতম ইংল্যান্ডের ক্যারিবীয় বংশোদ্ভূত ফাস্ট বোলার জোফরা আর্চার। যিনি নিয়মিতই বোলিং করে থাকেন প্রায় ৯৫ মাইল প্রতি ঘণ্টা বেগে। শুধু গতির ঝড় তুলেই নয়, বোলিংয়ে দুর্দান্ত নিয়ন্ত্রণ দিয়েও ব্যাটসম্যানদের কাবু করে থাকেন ২৫ বছর বয়সী এ পেসার।

বল হাতে আর্চারের আগ্রাসন ভীষণ ভালো লেগেছে ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারের। তাই তো, নিজে ব্যাটসম্যান হলেও, আর্চারের উদ্দাম গতির বোলিংকে বাহবা দিতে কোনো কার্পণ্য করেননি তিনি। পরিষ্কার জানিয়েছেন, আর্চারের আগ্রাসন দেখাটা তার কাছে চোখের শান্তি।

সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করছেন আর্চার। চলতি বছরে ওয়ার্নারের বিপক্ষে এখনও পর্যন্ত ৭ ইনিংসে বোলিং করেছেন তিনি। যেখানে ছয়বারই অসি ওপেনারকে সাজঘরে পাঠিয়েছেন আর্চার। এ দুজনের লড়াইয়ে আর্চারের আধিপত্যটা বেশ উপভোগ করছেন শচিন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আপলোড করা এক ভিডিওতে শচিন বলেছেন, ‘ওয়ার্নারের আসলে কিছুই করার থাকে না। তাকে তার নিজের জায়গায় অবস্থান করতে হয় এবং মুভমেন্টের সঙ্গেও মানিয়ে নিতে হয়। উইকেটে আর যা কিছু হয়, তাতে পুরোটাই আর্চারের হাত।’

এসময় আর্চারকে প্রশংসায় ভাসিয়ে শচিন আরও বলেন, ‘জোফরা আর্চারের মধ্যে আমি যে বিষয়টা দেখেছি, সে সবসময় উইকেটের খোঁজে থাকে। শুরু থেকেই আগ্রাসী মনোভাব, ওয়ার্মআপের পর প্রথম ওভারেই দেখা যায় স্পিড গানে ১৪৮, ১৫০, ১৫২ কিমি প্রতি ঘণ্টার বেগে বোলিং করছে।’

‘সে দারুণ গতিতে বোলিং করছে এবং ব্যাটসম্যানদের উইকেট নিচ্ছে। তারা (ব্যাটসম্যানরা) আর্চারের বিপক্ষে মারতে চায় না এবং উইকেটও হারায়। আসলে আর্চার তাদের আউট করছে। তার বোলিংয়ে যে আগ্রাসন আমি দেখেছি, তা অনন্য। যা দেখাও চোখের জন্য আরামদায়ক। একজন বোলার দৌড়ে এসে উইকেটে জোরে বোলিং করল, দারুণ কিছু বাউন্সার দিলো- এসব দেখাও চোখের শান্তি।’

চলতি আইপিএলে আর্চারের বোলিং পারফরম্যান্সই সাক্ষ্য দিচ্ছে শচিনের এমন মন্তব্যের। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১২ ম্যাচে ১৭ উইকেট নিয়ে তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। দ্রুতগতির বোলার হয়েও ওভারপ্রতি মাত্র ৬.৭১ করে রান দিয়েছেন আর্চার। যা কি না অন্তত ১০ উইকেট নেয়ার বোলারদের মধ্যে তৃতীয় সেরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড