• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

শেষ ওভারে ব্রাভোকে বলিংয়ে না আনার করণ জানালেন ধোনি

  ক্রীড়া ডেস্ক

১৮ অক্টোবর ২০২০, ১২:৩৩
ধোনি ও ব্রাভো
ধোনি ও ব্রাভো (ছবি : সংগৃহীত)

দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ শেষে সবার মনে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে-কেন ডেথ ওভারের পরীক্ষিত বোলার ব্রাভোকে আনলেন না ধোনি? এত বড় একটা ভুল কি করে করলেন তিনবারের আইপিএলজয়ী অধিনায়ক?

এমন প্রশ্নের মুখে ধোনিকে পড়তে হয়েছে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও। জবাবে চেন্নাই অধিনায়ক বলেন, ‘ব্রাভো ফিট ছিল না। সে মাঠের বাইরে চলে যায়, আর ফিরে আসেনি। আমার হাতে অপশন ছিল কেবল জাড্ডু (জাদেজা) আর কর্ণ। আমি জাড্ডুকেই বেছে নেই।’

ধোনি যোগ করেন, ‘দুর্ভাগ্যজনকভাবে ডোয়াইন ব্রাভো চোটে পড়ল, শেষ ওভারটা করতে পারল না। এমনিতে সে ডেথ বোলার। আমাদের এবারের মৌসুমটা এভাবেই যাচ্ছে। আমরা নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছি।’

ফ্লেমিং বলেন, ‘জাদেজাকে ডেথে বল করানোর কোনো পরিকল্পনাই ছিল না। কিন্তু ব্রাভো চোটে পড়ায় আমাদের বিকল্প ভাবনার সুযোগ ছিল না। আমরা এমন একটা পরিস্থিতি তৈরি করতে পেরেছিলাম, যেটা আমাদের পক্ষেও আসতে পারতো। কিন্তু আমাদের আরও পরিশ্রম করতে হবে এবং ঘুরে দাঁড়াতে হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড