• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘ক্রিকেটারদের পাকিস্তানে যেতে জোর করা হবে না’

  ক্রীড়া ডেস্ক

১৫ ডিসেম্বর ২০১৯, ০১:১১
বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল (ছবি : সংগৃহীত)

জানুয়ারিতে বাংলাদেশ পাকিস্তানের মাটিতে সিরিজ খেলবে কিনা তা এখনো অনিশ্চিত। সরকার থেকে অনুমতি পেলে সফর নিয়ে ভাববে বিসিবি। তবে ক্রিকেটারদের এ ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘ক্রিকেটারদের পাকিস্তানে যেতে জোর করা হবে না। যাওয়া-না যাওয়ার ব্যাপারটি খেলোয়াড়দের ওপরই নির্ভর করবে।’

বিসিবি সভাপতি বলেন, ‘আমরা নিরাপত্তার ব্যাপারে সরকারের কাছে ছাড়পত্র পাব কি না, জানতে চেয়ে আবেদন করেছিলাম। এর আগে মেয়েদের জাতীয় দল গেছে, ওরা খেলে এসেছে। ছেলেদের জাতীয় দলের জন্য ছাড়পত্র এখনো আমরা পাইনি। যদি নিরাপত্তার ব্যাপারে জিজ্ঞেস করেন, সেটা অনূর্ধ্ব-১২ হোক বা জাতীয় দল হোক, নিরাপত্তা নিরাপত্তাই। সবার জন্য একই হওয়ার কথা। তাই আমরা ধরে নিচ্ছি, সম্ভাবনা রয়েছে আমরা নিরাপত্তা ছাড়পত্র পেয়ে যাব।’

জঙ্গি আক্রান্ত পাকিস্তানে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খেলোয়াড়দের স্বাধীনতার বিষয়ে পাপন বলেন, ‘খেলোয়াড়দের মতামতও এখানে গুরুত্বপূর্ণ। তারা যদি যেতে না চায় তাহলে যাবে না। এটা তো জোর করার কিছু নেই। বোর্ড থেকে কাউকে জোর করে পাঠানো হবে না। আমাকে যদি জিজ্ঞেস করেন, এখন পর্যন্ত আমার এই চিন্তা। কাউকে জোর করে পাঠানোর প্রশ্নই ওঠে না। বিকল্প টিম যাবে নাকি ওরাই যাবে সেটি পরিস্থিতির ওপর নির্ভর করবে।’

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড