• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিসিবির সঙ্গে চলছে সাকিবদের বৈঠক

  ক্রীড়া ডেস্ক

২৩ অক্টোবর ২০১৯, ২২:৩১
সাকিব আল হাসান
বিসিবিতে সাকিব আল হাসান (ছবি : সংগৃহীত)

বিসিবির সভাপতি ও পরিচালকদের সঙ্গে বৈঠকে বসেছেন আন্দোলনরত ক্রিকেটাররা। এর আগে ১৩ দফা দাবি নিয়ে গুলশানের একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন করেন সাকিবরা। ক্রিকেটারদের পক্ষে মুখপাত্র হিসেবে তাদের বক্তব্য তুলে ধরেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান সাংবাদিকদের জানান, ক্রিকেটারদের দাবিতে ক্রিকেটে ন্যায্য সুযোগ-সুবিধার দাবিই তোলা হয়েছে। একই সঙ্গে এবার নারী ক্রিকেটারদের পক্ষেও কথা উঠে আসে ১৩ দফা দাবিতে। ভারত সফরের খুব বেশি দেরি নেই। ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প শুরু শুক্রবার থেকে। তাই খেলোয়াড়রাও মনোযোগ দিতে চান মাঠের খেলায়।

জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের স্বার্থকেই এগিয়ে রাখছেন সাকিব-তামিমরা। একই সঙ্গে দেশীয় কোচ, ফিজিও, গ্রাউন্ডসম্যানদের সুযোগ সুবিধা নিয়ে আন্দোলন করছেন ক্রিকেটাররা।

এর আগে সোমবার (২১ অক্টোবর) ১১ দফা দাবিতে ক্রিকেটের সব ধরনের কার্যক্রমে অংশগ্রহণ না করার সিদ্ধান্তের কথা জানান সাকিব-তামিমরা। জবাবে মঙ্গলবার (২২ অক্টোবর) তাদের এ আন্দোলনকে ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড