• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইয়ংদের বিপক্ষে দুর্দান্ত জয় পেল জামাল ভূঁইয়ারা

  ক্রীড়া ডেস্ক

২৩ অক্টোবর ২০১৯, ২২:১২
চট্টগ্রাম আবহানী
গোলের পর চট্টগ্রাম আবহানীর উদযাপন (ছবি : সংগৃহীত)

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে টানা দ্বিতীয় জয় তুলেন নিল চট্টগ্রাম আবাহনী। এ জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল সাবেক চ্যাম্পিয়নরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে লাওসের ক্লাব ইয়ং এলিফেন্টসকে ৪-২ গোলে হারিয়েছে জামাল ভূঁইয়ারা।

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে এ ম্যাচ দেখতে এসেছিল হাজার হাজার দর্শক। চট্টগ্রাম আবাহনীও দর্শকদের হতাশ করেননি। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন জামাল ভূঁইয়ারা। তৃতীয় মিনিটেই প্রথম আক্রমণ করেন জামাল ভূইয়া। এরপর পঞ্চম মিনিটে আবারও দুর্দান্ত হেডে দ্বিতীয় আক্রমণটি করেন আরিফুল ইসলাম। তবে দুইবারই অল্পের জন্য রক্ষা পাউ ইয়ংরা।

তবে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা চট্টগ্রাম আবাহনীকে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ফরোয়ার্ড রটকোভিচ লুকার বাড়িয়ে দেয়া বল থেকে দুর্দান্ত শটে গোল করেন চিনেডো ম্যাথিউ।

তবে ম্যাচে বিরতির আগেই দুই গোল দিয়ে ম্যাচে ফিরে আসে ইয়ংরা। এর আগে প্রথম ম্যাচে মোহনবাগানের বিপক্ষেও পিছিয়ে পড়ে জয় তুলে নিয়েছিল দলটি। ১৩ মিনিটে ফ্রি-কিক পায় তারা। আফিজে থানাকান্তির গোলে সমতায় ফিরে দলটি। এরপর ৩৩ মিনিটে স্বাগতিক ডিফেন্ডারদের ভুলে দ্বিতীয় গোল পায় লাওসের ক্লাবটি।

তবে দ্বিতীয়ার্ধে আরও তিন গোল দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন জামাল ভূঁইয়ারা। ৫৪ মিনিটে ইয়াসিন আরাফাতের ক্রস থেকে স্বাগতিকদের সমতায় ফেরান মন্টেনিগ্রো ফরোয়ার্ড লুকা রটকোভিচ। এরপর ৭১ মিনিটে রহমত মিয়ার লম্বা থ্রো-ইন থেকে দারুণ শটে আবাহনীকে লিড এনে দেন জামাল ভূঁইয়া। ৭৭ মিনিটে জামাল ভূঁইয়ার মাপা শট থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন চিনেডো ম্যাথিউ। টুর্নামেন্টে এ ফুটবলারের এটি চতুর্থ গোল।

এ জয়ে সেমিফাইনালের পথ অনেকটাই সহজ হলো চট্টগ্রাম আবাহনীর জন্য। শেষ ম্যাচে মোহনবাগানের বিপক্ষে ড্র করলেই শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়ে যাবে সাবেক চ্যাম্পিয়নরা।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড