• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ষড়যন্ত্রের শিকার পাপন ভাই : পাইলট

  ক্রীড়া প্রতিবেদক

২৩ অক্টোবর ২০১৯, ১৫:১৬
সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট (ছবি : সংগৃহীত)
সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট (ছবি : সংগৃহীত)

১১ দফা দাবিতে সোমবার (২১ অক্টোবর) থেকে সবধরনের ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। এই নিয়ে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে। সেখানে ক্রিকেটারদের দাবি প্রসঙ্গে কড়া ভাষায় কথা বলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। অনেকের ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনা করেছেন তিনি। এমনটি করা ঠিক হয়নি বরং ক্রিকেটারদের দাবি মেনে নেওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। সেই সঙ্গে পাইলট মনে করেন ক্রিকেটারদের দেখে নিতে উনাকে প্রভাবিত করা হচ্ছে; মানে ষড়যন্ত্রের শিকার।

সঠিক সিদ্ধান্ত নেবে বিসিবি এমন প্রত্যাশা পাইলটের। সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান বলেন, ‘পাপন ভাই ভালো মানুষ। তার পেছনে কিছু মানুষ লেগে আছে। তাকে ভুল পথে ঠেলে দিচ্ছে। ক্রিকেটারদের দেখে নিতে উনাকে প্রভাবিত করা হচ্ছে।’

গণমাধ্যমকে পাইলট আরও বলেন, ‘খেলোয়াড়দের দাবি সম্পূর্ণ যৌক্তিক। এগুলো তাদের ন্যায্য পাওনা। এমন কঠোর হওয়া বিসিবির উচিত হয়নি। এটি বোর্ডের ভুল হয়েছে। সবাই সাকিব-তামিম হতে পারবে না। তাই ঘরোয়া ক্রিকেটে টাকাটা বাড়িয়ে দেওয়া উচিত। খেলোয়াড়দের রুটি-রুজি এটাই।’

ক্রিকেটারদের এমন আচরণে (১১ দফা দাবিতে ধর্মঘট) বিস্ময় প্রকাশ করে পাপন গতকাল বলেছেন, ‘দাবি ওরা জানাতেই পারে। খুবই ন্যাচারাল। কিন্তু সেটির জন্য তারা স্ট্রাইকে গেছে, এটা এক্সট্রিমলি শকিং। আমার বিশ্বাসই হচ্ছে না, আমাদের খেলোয়াড়দের কাছ থেকে এমন কিছু হতে পারে।’ তিনি আরও বলেন, ‘সবকিছুর পেছনে কারণ আছে। আমাদের কাছে না গিয়ে মিডিয়ায় বলেছে, সেটির পেছনে বিশেষ কারণ আছে। আমাদের সুযোগ না দিয়ে মিডিয়ায় গিয়েছে। এটি বিশেষ একটি পরিকল্পনার অংশ।’

তবে দাবি-দাওয়া নিয়ে আজ বিকালে ক্রিকেটারদের সঙ্গে বসবে বিসিবি। বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন জানিয়েছেন, ‘আজ বুধবারই (২৩ অক্টোবর) আন্দোলনরত ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসতে পারি। বিকালে যে কোনো সময় বসব তাদের সাথে।’

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড