• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেসিকে টেক্কা দিলেন এমবাপে

  ক্রীড়া ডেস্ক

২৩ অক্টোবর ২০১৯, ১৩:৫৯
লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে (ছবি : সংগৃহীত)
লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে (ছবি : সংগৃহীত)

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ‘এ’ গ্রুপের ম্যাচে বেলজিয়ামের ক্লাব ব্রুগের বিপক্ষে গোল উৎসব করেছে ফরাসি জায়ান্ট পিএসজি। লিগ ওয়ান চ্যাম্পিয়নদের হয়ে হ্যাটট্রিক করেছেন বিশ্বকাপজয়ী ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপে। হ্যাটট্রিক পূর্ণ করার সাথে সাথে বার্সেলোনার প্রাণ ভোমরা লিওনেল মেসির করা রেকর্ড ভেঙ্গে দিলেন।

২১ বছর ২৮৮ দিনে চ্যাম্পিয়নস লিগে ১৫ গোলের রেকর্ড গড়েছিলেন বার্সার আর্জেন্টাইন তারকা মেসি। মেসির আগে ২২ বছর ১৬৩ দিনে ১৫ গোল করে এই কীর্তি ছিল রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার রাউল গঞ্জালেজের। তবে এমবাপে রাউলের সঙ্গে সঙ্গে মেসিকেও ছাড়িয়ে গেছেন।

যেখানে ২১ বছর ২৮৮ দিনে ইউরোপ সেরার লড়াইয়ে ১৫ গোল করেছিলেন মেসি সেখানে এমবাপে ১৫ গোল করেছেন কেবল ২০ বছর ৩০৬ দিনে!

উল্লেখ্য, মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে এমবাপের হ্যাটট্রিকের সুবাদে ক্লাব ব্রুগের বিপক্ষে ৫-০ গোলে জয় পায় পিএসজি। ফরাসি জায়ান্টদের হয়ে বাকি দুই গোল আসে চলতি মৌসুমে ধারে খেলতে আসা আর্জেন্টাইন তারকা ইকার্দির থেকে। মজার বিষয় হচ্ছে- এই ম্যাচে অ্যাসিস্টের হ্যাটট্রিক করেছেন আরেক আর্জেন্টাইন ডি মারিয়া।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড