• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা তুলে ধরায় ব্যথিত ক্রিকেটাররা

  ক্রীড়া ডেস্ক

২৩ অক্টোবর ২০১৯, ১২:০৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ১১ দফা দাবি জানিয়ে জাতীয় দল থেকে শুরু করে দেশের সব শ্রেণির ক্রিকেটাররা দিয়েছেন ধর্মঘটের ডাক। সব ধরনের ক্রিকেট খেলা থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন তারা। এমতাবস্থায় জরুরি বৈঠকে বসে বিসিবি সভাপতি। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ক্ষুদ্ধতা প্রকাশ করতে গিয়ে ক্রিকেটারদের ব্যক্তিগত ও পারিবারিক সমস্যাগুলোও তুলে ধরছেন- যেটি মেনে নিতে পারছেন না ক্রিকেটাররা। এই জন্য ব্যথিত তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার বলেন, ‘আমরা শুধুই আমাদের ক্রিকেটীয় সমস্যাগুলো তুলে ধরেছি। এই দাবির সঙ্গে কেন এসব পারিবারিক-ব্যক্তিগত বিষয় আসবে? তিনি বোর্ডের অভিভাবক। বড় কোনো সমস্যা, বিপদে পড়লে তাকেই তো জানাবে সবাই (ক্রিকেটাররা)। তাই বলে সেগুলো জনসম্মুখে বলতে হবে!’

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে দীর্ঘ সংবাদ সম্মেলনে পাপন ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্রিকেটারদের ব্যক্তিগত সমস্যাও আমাকে সমাধান করতে হয়। তিনি বলেন, একজনের ভাইকে এসপি না ডিসি মেরেছে, রাতে সেই এসপিকে ফোন দিয়ে আমাকে ব্যবস্থা নিতে হয়েছে। এক খেলোয়াড়কে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। বলছে মেরে ফেলবে! কার মামার জমি দখল হয়েছে উত্তরায়, সেটি উদ্ধার করতে হয়েছে। মুশফিকের বাবা, মিরাজের খালা কোন গ্রামে কাকে মেরেছে, সেটির সমাধানও আমাকে করতে হয়েছে। সবকিছু বিদেশ থেকে আমাকে হ্যান্ডেল করতে হয়েছে। অথচ তারাই ধর্মঘট করছে। এগুলো কী সহ্য হয়?

ক্রিকেটারদের এই আন্দোলন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে পাপন বলেন, ‘ওয়েল ডু। এখন যদি আমি বেশি কিছু করতে চাই। আসল কারা কারা আছে বের করতে পারব না, দেশের বিরুদ্ধে কাজ করছে কারা। আস্তে আস্তে সব বের হয়ে আসবে। বাংলাদেশ ছোট জায়গা। প্রত্যেকেই জানে কারা করতে পারে।’

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড