• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

আন্তর্জাতিক মিডিয়ায় টাইগারদের ধর্মঘট

  ক্রীড়া ডেস্ক

২৩ অক্টোবর ২০১৯, ১১:০১
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জল গড়িয়ে অনেক দূর চলে গেছে। টাইগারদের ১১ দফা আন্দোলনের বিষয়টি আর দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক মিডিয়ায় সাকিব-তামিমদের ধর্মঘট নিয়ে বেশ আলোচনা হচ্ছে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বিষয়টি ঠাঁই করে নিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী সংবাদমাধ্যম বিশেষ গুরুত্ব দিয়ে ক্রিকেটারদের আন্দোলন প্রচার করছে।

বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে হঠাৎ করেই ধর্মঘটের ডাক দিয়েছেন দেশের ক্রিকেটাররা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কোনো ধরনের প্রতিযোগিতায় অংশ নেবেন না বলে জানিয়েছেন। ফলে আগামী মাসে ভারত সফল নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

ক্রিকেটারদের আন্দোলন বিশ্বজুড়ে মিডিয়ায় আলাদা করে কাভারেজ পেয়েছে। যেমন কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা শিরোনামে লিখেছে- ‘বেতন বাড়ানোর দাবি নিয়ে ধর্মঘটে বাংলাদেশের ক্রিকেটাররা।’

মার্কিন ক্ষমতাশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস শিরোনাম করেছে- ‘বাংলাদেশি ক্রিকেটাররা ধর্মঘটে, শঙ্কায় ভারত সফর’। ভারতের এনডি টিভি শিরোনাম করেছে, ‘বাংলাদেশি ক্রিকেটারদের ধর্মঘটে শঙ্কায় ভারত সিরিজ।’

এ দিকে জার্মানির প্রভাবশালী গণমাধ্যম ডয়েচে ভেলে শিরোনামে লিখেছে- ‘বাংলাদেশ ক্রিকেটারদের ধর্মঘটের ঘোষণা।’ ভারত-বাংলাদেশের আসন্ন সিরিজ নিয়ে শঙ্কা জানিয়ে শিরোনাম করেছে পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য ডনও।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড